Mimi chakraborty on Social media: বাড়িতে নতুন সদস্য, চিকু জুনিয়রের দৌরাত্ম্য সামলাতে ব্যস্ত মিমি
করোনা আবহে ক্রমেই দীর্ঘতর হচ্ছে লকডাউনের মেয়াদ। ধীরে ধীরে সুস্থতার হার বাড়লেও এখনও যথেষ্ট উদ্বেগজনক ভারতের করোনা পরিস্থিতি। লকডাউনে নিজের কলকাতার বাড়িতেই রয়েছেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ মিমি। বাড়িতে দিন কাটানোর প্রধান সঙ্গী ছিল তাঁর দুই পোষ্য। চিকু ও ম্যাক্স। হামেশাই সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি শেযার করতেন মিমি।
কিন্তু ছন্দপতন হয় কিছুদিন আগেই। ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মিমির প্রিয় পোষ্য চিকুর। হায়দরাবাদে নিয়ে গিয়ে চিকিৎসা করেও শেষ রক্ষা হয়নি।
চিকুর মৃত্যুতে ভেঙে পড়েছিলেন মিমি। সোশ্যাল মিডিয়ার দেওয়াল জুড়ে তখন ছিল কেবলই চিকুর কথা। এমনকি হাসি মুখের ছবির দিয়েও ক্যাপশানে মিমি বুঝিয়ে দিতেন, চিকুর মৃত্যুশোক কাটিয়ে উঠতে পারছেন না তিনি।
কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করেন মিমি। বাড়িতে নতুন সদস্য এসেছে তাঁর। চিকুর স্মৃতিতে মিমি এই খুদের নাম রেখেছেন চিকু জুনিয়র। মাত্র ৪০ দিন বয়সের এই কুকুরটি মিমিকে উপহার দিয়েছেন তাঁর বন্ধুরাই।
লকডাউনে আপাতত চিকু জুনিয়রের দৌরাত্ম্য সামলাতেই ব্যস্ত মিমি। বাড়ির সমস্ত কিছুই নাকি সে চিবিয়ে ফেলছে। বিভিন্ন ছোট জিনিস থেকে শুরু করে মিমির জিম ম্যাট, সবকিছুই নিজের দখলে করে নিয়েছে সে।
মিমির শেয়ার করা নতুন ছবি ও ক্যাপশানে পাওয়া গেল সেই আভাসই। ছবিতে দেখা যাচ্ছে, মিমির হাত কামড়ানোর প্রাণপণ চেষ্টা করছে এই খুদে। মিমি লিখেছেন, 'আমার হাতটা ওর নতুন চিবানোর জিনিস'
চিকু জুনিয়রের এই ছবিটিই প্রথম শেয়ার করেন মিমি। ম্যাক্স ও চিকু জুনিয়ারকে একসঙ্গে আদর করছেন মিমি। নেটিজেনদের কাছেও জনপ্রিয় হয়েছিল এই ছবিটি।
লকডাউনে বাড়িতে থাকলেও সম্প্রতি ইয়াস বিধ্বস্ত এলাকা ত্রাণ দিতে গিয়েছিলেন মিমি। ছবি সৌজন্যে: মিমি চক্রবর্তীর ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -