Delhi Lockdown: ৭ জুন পর্যন্ত লকডাউনের মেয়াদ বেড়েছে দিল্লিতে, কোন পরিষেবা চালু হচ্ছে, বন্ধ কীকী? দেখে নিন

Continues below advertisement

ফাইল ছবি

Continues below advertisement
1/5
আগামী ৭ জুন পর্যন্ত লকডাউনের সময়সীা বেড়েছে দিল্লিতে। তবে আনলক পর্ব শুরু হচ্ছে ৩১ মে থেকেই।
আগামী ৭ জুন পর্যন্ত লকডাউনের সময়সীা বেড়েছে দিল্লিতে। তবে আনলক পর্ব শুরু হচ্ছে ৩১ মে থেকেই।
2/5
জানানো হয়েছে, কোনও কোম্পানি নিজেদের কারখানায় উৎপাদনের কাজ চালাতে পারে। কনটেনমেন্ট জোনের বাইরে নির্মাণ কার্য চলতে পারে। এই সময়ে। পাশাপাশি ৭ জুন অবধি মেট্রো বন্ধ থাকবে বলেই জানানো হয়েছে।
3/5
লকডাউন সময়ে নিজের বাড়ি বা কোর্টে গিয়ে বিবাহ হতে পারে। তবে ২০ নের বেশি নিমন্ত্রিত উপস্থিত থাকতে পারবেন না। তবে প্রতি ক্ষেত্রেই কোভিড বিধি মেনে কাজ করতে হবে। মানতে হবে দূরত্ব বিধিও।
4/5
গত ২৩ মে জধানীতে আরও একসপ্তাহ লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছিল জানানো হয়েছিল। ৩১ মে পর্যন্ত জারি থাকবে লকডাউন পর্ব।
5/5
যদি এরপরও ধীরে ধীরে দৈনিক সংক্রমণের হার কমতে থাকে তাহলে ৩১ মে-র পর থেকেই আনলক পর্ব শুরু হবে বলেই জানিয়েছেন কেজরিওয়াল। তবে ৭ জুন পর্যন্ত ফের লকডাউনের সময়সীমা বাড়ালেও কিছু কিছু ক্ষেত্রে ছাড় মিলবে ৩১ মে থেকেই।
Continues below advertisement
Sponsored Links by Taboola