Pooja Banerjee Baby Shower: চেহারায় মাতৃত্বের আভা স্পষ্ট, সাধের অনুষ্ঠান মিটল পূজার
মেধাবী ছাত্রী, সাঁতারু এবং অভিনেত্রী। ৩০ বছরের জীবনে নানা ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। এ বার নতুন জীবনে প্রবেশ করতে চলেছেন বঙ্গতনয়া পূজা বন্দ্যোপাধ্যায়। প্রথম বার মা হতে চলেছেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্বামী সন্দীপ সেজওয়াল এবং পূজার এটাই প্রথম সন্তান। সম্প্রতি সাধ মিটল পূজার। ইনস্টাগ্রামে অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্ত শেয়ার করলেন তিনি।
ম্যাজেন্টা রংয়ের গাউনে পূজার চেহারায় মাতৃত্বের আভা স্পষ্ট। গর্ভাবস্থায় এত দিন লোকচক্ষুর আড়ালেই ছিলেন। তবে এ বার আর বেবি বাম্প লুকিয়ে রাখেননি তিনি। তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন সন্দীপ।
নতুন সন্তানের আগমনে বিশেষ নকশার মেহেন্দিও পরেন পূজা। এক হাতে সন্তানসম্ভবা তিনি এবং স্বামী, অন্য দিকে নতুন অতিথির ছবি ফুটিয়ে তোলা হয় তাতে।
সন্দীপ জাতীয় স্তরের সাঁতারু। প্রবাসী বাঙালি পূজা এবং সন্দীপ একই স্কুলে পড়তেন। চতুর্থ শ্রেণি থেকে বন্ধু তাঁরা। ২০১৭-য় বিবাহবন্ধনে আবদ্ধ হন।
পূজার নিজের গুণেও খামতি নেই। জন্মসূত্রে বাঙালি হলেও, মহারাষ্ট্রেই বেড়ে ওঠা তাঁর। বাণিজ্যশাখায় স্নাতক এবং ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে।
এর পাশাপাশি সাঁতারেও সমান দক্ষ পূজা। জাতীয় স্তরে সাঁতার প্রতিযোগিতায় মহারাষ্ট্রের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি।
আরব সাগরে ৫ কিলোমিটার এবং হুগলি নদীরে ১৪ কিলোমিটার সাঁতার কেটে নজির গড়েন পূজা। দুর্গাপুজোয় আটপৌরে বাঙালি সাজই পছন্দ তাঁর।
সেই পূজাই সব ছেড়ে অভিনয় জগতে এসে পড়েন। শুরুতে সিরিয়ালে ছোটখাটো চরিত্রে সুযোগ পেলেও, এখন টেলিজগতের অত্যন্ত পরিচিত নাম তিনি।
তবে গ্ল্যামার জগতে ঘোরাফেরা হলেও পরিবারই সবকিছু পূজার কাছে। জীবনে নতুন ভূমিকায় নিজেদের দেখতে মুখিয়ে তিনি এবং সন্দীপ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -