Janmashtami 2021 Special: শ্যুটিং সামলেও যাবতীয় আয়োজন, মধ্যরাত্রে জন্মাষ্টমীর পুজো প্রমিতার
শ্যুটিং সামলেও যাবতীয় আয়োজন, মধ্যরাত্রে জন্মাষ্টমীর পুজো প্রমিতার
1/11
শ্যুটিং সামলেও পাকা হাতে সামলেছেন পুজোর যাবতীয় আয়োজন। নতুন বাড়িতে আজ প্রথমবার জন্মাষ্টমীর পুজোর আয়োজন করলেন প্রমিতা চক্রবর্তী। সঙ্গী হলে রুদ্রজিৎ মুখোপাধ্যায়।
2/11
নতুন বাড়িতে এই প্রথম জন্মাষ্টমীর পুজো করলেন প্রমিতা। নিজের হাতে সাজালেন গোটা ঠাকুরঘর।
3/11
অভিনেতা রুদ্রজিতের সঙ্গে ইতিমধ্যেই আইনি বিয়ে সারা হয়ে গিয়েছে প্রমিতার। কাজ এবং সংসার দুইই সামলাচ্ছেন এই তারকা দম্পতি। প্রমিতা এখন পাকা গৃহিণী।
4/11
চিরকালই বাড়িতে পুজোর চল প্রমিতার। নিজের হাতে আয়োজন সারেন ছোট থেকেই। সমস্ত নিয়ম কানুনও তাঁর হাতের মুঠোয়।
5/11
জন্মাষ্টমীতে শ্যুটিং ছিল বলে আগে থেকেই সমস্ত আয়োজন সেরে রেখেছিলেন তাঁরা। মধ্যরাতে আয়োজন করা হয়েছিল কৃষ্ণপূজোর।
6/11
প্রমিতাকে সমস্ত আয়োজনে সাহায্য করেছেন রুদ্রজিৎ। কেবল পুজো নয়, জন্মদিন থেকে শুরু করে বিভিন্ন বিশেষ দিনগুলি একে অপরের জন্য যত্নকরে সাজিয়ে তোলেন 'রুমিতা' জুটি।
7/11
প্রমিতা বলছেন, 'আমরা জানি শ্রীকৃষ্ণের জন্ম মধ্যরাতে। তাই রাত ১২টায় পুজোর আয়োজন করা হয়েছিল।'
8/11
বাড়িতে পুজো হলেও আজ দুজনকেই কাজে যেতে হয়েছিল। গোটা দিন শ্যুটিং-এ ব্যস্ত ছিলেন রুদ্রজিৎ প্রমিতা। তবে তাড়াতাড়ি শ্যুটিং শেষ করে বাড়ি ফিরে এসেছেন যুগল।
9/11
প্রমিতা জানান, বাড়িতে সন্ধেবেলা আরতি হবে। এই প্রথম নিজের হাতে নতুন বাড়িতে পুজোর আয়োজন করেছেন। সব মিলিয়ে বেশ উৎসাহী দম্পতি
10/11
আপাতত করুণাময়ী রানি রাসমণি ধারাবাহিকে 'অন্নদা'-র চরিত্রে অভিনয় করছেন প্রমিতা।
11/11
ছবি সৌজন্যে: প্রমিতা চক্রবর্তীর ফেসবুক প্রোফাইল
Published at : 30 Aug 2021 11:26 PM (IST)