Priyanka new restuarant: 'দেশি গার্ল' প্রিয়ঙ্কার নতুন ইনিংস, বিদেশের বুকে চালু ভারতীয় রেস্তোরাঁ
নিউ ইয়র্কের বুকে ভারতীয় আস্বাদ। লন্ডনের প্রাণকেন্দ্রে চালু হল রেস্তোরাঁ 'সোনা'। তবে যে সে নয়, এই রেস্তোরাঁর মালকিন প্রিয়ঙ্কা চোপড়া স্বয়ং।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোশ্যাল মিডিয়ায় নিজের এই রেস্তোরাঁর ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। সেইসঙ্গে সবাইকে আমন্ত্রণও জানিয়েছেন তিনি।
নরম হলুদ আলো, মানানসই কাঠের সাজ আর সাদা-কালো বসায় জায়গায় যথেষ্ট আকর্ষণীয় অন্দরমহল-সজ্জা প্রিয়ঙ্কার নতুন রেস্তোরাঁর।
বিয়ের পর প্রিয়ঙ্কার নয়া ঠিকানা এই লন্ডনই। নিক জোনাসের সঙ্গে এখানেই থাকছেন তিনি। সেই সঙ্গে চলছে তাঁর নিজস্ব বিভিন্ন শ্যুটিং-এর কাজও
নিজের ট্যুইটার ও ইনস্টাগ্রামে রেস্তোরাঁর অন্দরসজ্জা ও বিভিন্ন পদের ছবি শেয়ার করেন তিনি। সেইসঙ্গে ধন্যবাদ দেন রেস্তোরাঁর রাঁধুনিদেরও।
বিদেশের বুকেই মিলবে ভারতীয় বিভিন্ন খাবারের আস্বাদ। রয়েছে দক্ষিণী থেকে শুরু করে বিভিন্ন প্রদেশের খাবার।
প্রিয়ঙ্কার নতুন এই ইনিংসে অবশ্যই তাঁর সঙ্গে রয়েছেন স্বামী নিকও।
গতকাল উদ্বোধনের পর আজ থেকেই সর্বসাধারণের জন্য খুলে গেল এই রেস্তোরাঁ।
বিশাল ঝাড়লণ্ঠন, বড় ডাইনিং টেবিলে সুন্দর করে সেজে উঠেছে রেস্তোরাঁ।
রেস্তোরাঁয় আলাদা করে রয়েছে বার কাউন্টারও
ছবি সৌজন্যে: প্রিয়ঙ্কা চোপড়ার ট্যুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -