Priyanka new restuarant: 'দেশি গার্ল' প্রিয়ঙ্কার নতুন ইনিংস, বিদেশের বুকে চালু ভারতীয় রেস্তোরাঁ
প্রিয়ঙ্কা চোপড়া
1/11
নিউ ইয়র্কের বুকে ভারতীয় আস্বাদ। লন্ডনের প্রাণকেন্দ্রে চালু হল রেস্তোরাঁ 'সোনা'। তবে যে সে নয়, এই রেস্তোরাঁর মালকিন প্রিয়ঙ্কা চোপড়া স্বয়ং।
2/11
সোশ্যাল মিডিয়ায় নিজের এই রেস্তোরাঁর ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। সেইসঙ্গে সবাইকে আমন্ত্রণও জানিয়েছেন তিনি।
3/11
নরম হলুদ আলো, মানানসই কাঠের সাজ আর সাদা-কালো বসায় জায়গায় যথেষ্ট আকর্ষণীয় অন্দরমহল-সজ্জা প্রিয়ঙ্কার নতুন রেস্তোরাঁর।
4/11
বিয়ের পর প্রিয়ঙ্কার নয়া ঠিকানা এই লন্ডনই। নিক জোনাসের সঙ্গে এখানেই থাকছেন তিনি। সেই সঙ্গে চলছে তাঁর নিজস্ব বিভিন্ন শ্যুটিং-এর কাজও
5/11
নিজের ট্যুইটার ও ইনস্টাগ্রামে রেস্তোরাঁর অন্দরসজ্জা ও বিভিন্ন পদের ছবি শেয়ার করেন তিনি। সেইসঙ্গে ধন্যবাদ দেন রেস্তোরাঁর রাঁধুনিদেরও।
6/11
বিদেশের বুকেই মিলবে ভারতীয় বিভিন্ন খাবারের আস্বাদ। রয়েছে দক্ষিণী থেকে শুরু করে বিভিন্ন প্রদেশের খাবার।
7/11
প্রিয়ঙ্কার নতুন এই ইনিংসে অবশ্যই তাঁর সঙ্গে রয়েছেন স্বামী নিকও।
8/11
গতকাল উদ্বোধনের পর আজ থেকেই সর্বসাধারণের জন্য খুলে গেল এই রেস্তোরাঁ।
9/11
বিশাল ঝাড়লণ্ঠন, বড় ডাইনিং টেবিলে সুন্দর করে সেজে উঠেছে রেস্তোরাঁ।
10/11
রেস্তোরাঁয় আলাদা করে রয়েছে বার কাউন্টারও
11/11
ছবি সৌজন্যে: প্রিয়ঙ্কা চোপড়ার ট্যুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।
Published at : 27 Mar 2021 03:33 PM (IST)