Shilpa Shetty Photos: হলুদ গাউনে মোহময়ী শিল্পা
বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি সবসময়ই তাঁর নিজস্ব স্টাইলে নজর কেড়ে নেন। আজ মুম্বইয়ে এভাবেই দেখা গেল তাঁকে। অনন্য সৌন্দর্যের আলোক-ছটায় মোহিত করলেন সবাইকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহলুদ রঙের গাউন পর আজ টেলিভিশন রিয়েলিটি শো সুপারডান্সারের সেটে পৌঁছলেন শিল্পা।
আর তাঁকে দেখেই ছবি ক্যামেরাবন্দি করতে তৎপর হয়ে উঠলেন আলোকচিত্রীরা। তাঁদের দিকে ফ্লাইং কিসও দিতে দেখা গেল তাঁকে। এই ছবিগুলি নিঃসন্দেহে তাঁর অনুরাগীদের নজর কেড়ে নেবে।
এক ঢাল খোলা চুলে মোহময়ী হাসিতে যখন প্রকাশ্যে এলেন তিনি, তখন সবার নজর পড়ল তাঁর দিকে।
শিল্পা তাঁর ইনস্টাগ্রাম পেজে একটি ভিডিও-ও শেয়ার করেছেন।
এই ভিডিওতে শিল্পাকে দেখা গেল তাঁর টিমের সঙ্গে।
৪৫ বছরের অভিনেত্রীর এ ধরনের প্রাণবন্ত ছবি তাঁর অনুরাগীদের প্রশংসা আদায় করে নেয়।
শিল্পার এই ছবি সম্পর্কে তাঁর গুণমুগ্ধরা তাঁদের প্রতিক্রিয়া জানাচ্ছেন।
খুব শীঘ্রই তাঁকে ‘হাঙ্গামা ২’ সিনেমায় দেখা যাবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -