'টুম্পার জন্য খ্যাতি পেয়েছি, তবে দর্শক অন্য চরিত্রেও সুমনাকে চিনুক'
সদ্য জন্মদিন গিয়েছে। মা এসে পায়েস খাইয়ে গিয়েছেন আদরের মেয়েকে। কাজের চাপে সেসময় বাড়ি ফিরতে পারেননি 'রেডিও' -র অভিনেত্রী। কিন্তু বন্ধু থেকে শুরু করে সহকর্মী, কেক মোমবাতিতে প্রিয় 'টুম্পা'-র জন্মদিন সাজিয়ে দিয়েছিলেন সবাই। সুমনা দাস। সদ্য নতুন ছবির শ্যুটিং শেষ করে এবিপি লাইভকে শোনালেন অভিজ্ঞতার গল্প।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'রেডিও'-র কাজ শেষ হয়েছে কিছুদিন আগেই। শিলাদিত্যের সঙ্গে এই প্রথম কাজ সুমনার। শুধু তিনি কেন, প্রিয়ঙ্কা ছাড়া এই ছবিতে অনেক নতুন সহ অভিনেতার সঙ্গেই কাজ করেছেন সুমনা। তাঁরা অভিজ্ঞতায় অনেকেই বড় তাঁর থেকে। সুমনা বলছেন, 'সেটে একটা অদ্ভুত ব্যপার দেখতাম, সবাই ভীষণ সাহায্য করতেন। কেউ নিজের একার কাজ নিয়ে ব্যস্ত নয়। সবার লক্ষ্য, দৃশ্যটা যেন ভালো হয়। সবাই অনেকবার রিহার্সাল দিতেন। একটা টিম ওয়ার্ক যেন'
কেমন করে 'রেডিও'-র অফার এসেছিল সুমনার কাছে? অভিনেত্রী বলছেন, 'অনেকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ছবির আপডেট পাচ্ছিলাম। জানতাম প্রিয়ঙ্কাদি কাজ করছে। হঠাৎ শিলাদিত্যদা ফোন করে আমায় একটা চরিত্রের জন্য অফার করে। বলেছিলাম, আমি তো কিছুই জানি না। কিন্তু সবটা শুনে রাজি হয়ে যাই'
কেবল রেডিও নয়, এর আগে ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে কাজ করেছেন অভিনেত্রী। সেই স্মৃতি উস্কে সুমনা বলছেন, 'আমি ভাগ্যবান, যাঁদের সঙ্গে কাজ করেছি তাঁরা সবাই আমায় সাহায্য করেছেন। অনেক বড় শিল্পীদের থেকে অনেক কিছু শিখেছি। ভবিষ্যতেও আশা করি বড় শিল্পীদের সঙ্গে অনেক কাজ করার সুযোগ পাব।'
সুমনার অভিনয়ের শুরু নাটকের মঞ্চ থেকে। বলছেন, 'নাটকের মঞ্চে রিহার্সাল থাকলেও রিটেক থাকে না। তাই ওই বিষয়টা আরও কঠিন। মঞ্চের অভিনয়ের অভিজ্ঞতা রুপোলি পর্দার সামনে সাহায্য করে।'
লকডাউনের ফলে পিছিয়ে গিয়েছে বেশ কিছু ছবির মুক্তি। বাতিল হয়েছে কাজও। তবে আপাতত নিজেকে নতুন রুপে পর্দায় দেখার অপেক্ষায় সুমনা। কেবল ভারতে নয়, ইতিমধ্যেই বাংলাদেশে একাধিক কাজ করে ফেলেছেন সুমনা।
পরিচিতি শুরু 'টুম্পা' গানের হাত ধরে। এরপর? 'সুমনা বলছেন, টুম্পা গানটাই আমায় খ্যাতি এনে দিয়েছে। ওই চরিত্রটাও আমি। কোনোদিন টুম্পাকে অস্বীকার করব না। কিন্তু আমি চাই দর্শকেরা আমায় আরও বিভিন্ন চরিত্রে দেখুক। আমার অভিনয় সত্ত্বাকে বিভিন্ন রকম চরিত্রের মধ্যে দিয়ে আবিষ্কার করুক।'
কেমন চরিত্রে অভিনয় করতে চান? সুমনা বলছেন, 'আমার মনে হয় সবচেয়ে সহজ স্বাভাবিক চরিত্রে অভিনয় করাটাই সবচেয়ে চ্যালেঞ্জিং। সিনেমা তো মানুষের জীবন নিয়েই হয়। বাস্তবে সেই রূপটা ফুটিয়ে তোলা পর্দায় কঠিন। বেশি না ভেবে স্বাবাভিক অভিনয় করলেই সবচেয়ে ভালো'
এখন পর্দায় অভিনয় করতে গিয়ে জনপ্রিয়তার কথা মনে পড়ে টুম্পার। সুমনা বলছেন, 'দর্শকেরা অনেক কিছু প্রত্যাশা করে। তাঁদের জন্যই আজ আমার এই জায়গাটা। অভিনয়ের সময় তাঁদের প্রত্যাশা মাথায় রেখে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি
সব ছবি: সুমনা দাসের ফেসবুক প্রোফাইল
- - - - - - - - - Advertisement - - - - - - - - -