Cuttlefish: তিনটে হার্ট, রক্তের রঙ নীলচে সবুজ সঙ্গে অসম্ভব ভাল স্মৃতিশক্তি! আজব দর্শন মাছটি এখন নজর কাড়ছে সকলের

cuttlefish_feature

1/7
শিড়দাঁড়া নেই তবে সর্ববৃহৎ মস্তিষ্ক রয়েছে। আর সেই কারণেই সব মনে থাকে এই মাছটির। কী খেয়েছে, কখন খেয়েছে, শেষ কখন খেয়েছে সব মনে থাকে ক্যাটলফিসের।
2/7
সম্প্রতি একটি রিসার্চ হয়েছে এই মাছের ওপর। জানা গিয়েছে এই মাছটির ৩টি হার্ট। তাই নয় রক্তের রঙ কিন্তু লাল নয়। বরং নীলচে সবুজ।
3/7
এটি সেপালোপডস প্রজাতির প্রাণী। স্কুইড, অক্টোপাস, ক্যাটলফিস এবং নটিলাস এরা এক প্রজাতির। এরা কিন্তু অসম্ভব ভাল ডাইভার। তাই অনায়াসে শিকার করতে পারে।
4/7
এদের স্মৃতিশক্তি এতটাই প্রখর যে শেষ বয়স অবধি মনে রাখতে পারে জীবনের প্রথম সময়ে কী খাবার খেয়েছিল।
5/7
মানুষের ক্ষেত্রে যেমন বয়স বাড়লে মস্তিষ্ক দুর্বল হতে শুরু করে এই মাছের ক্ষেত্রে তা হয় না।
6/7
মানুষের ব্রেন আর ক্যাটল ফিসের ব্রেনের মধ্যে তফাৎ হল এদের হিপ্পোক্যাম্পাস থাকে না। ফলে স্মৃতি ভোলার কোনও অবকাশ নেই।
7/7
গবেষকরা জানিয়েছে এদের 'এপিসোডের মতো স্মৃতি' জমতে থাকে। এদের ব্যবহার কিন্তু ভারী অদ্ভূত।
Sponsored Links by Taboola