Cuttlefish: তিনটে হার্ট, রক্তের রঙ নীলচে সবুজ সঙ্গে অসম্ভব ভাল স্মৃতিশক্তি! আজব দর্শন মাছটি এখন নজর কাড়ছে সকলের
শিড়দাঁড়া নেই তবে সর্ববৃহৎ মস্তিষ্ক রয়েছে। আর সেই কারণেই সব মনে থাকে এই মাছটির। কী খেয়েছে, কখন খেয়েছে, শেষ কখন খেয়েছে সব মনে থাকে ক্যাটলফিসের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্প্রতি একটি রিসার্চ হয়েছে এই মাছের ওপর। জানা গিয়েছে এই মাছটির ৩টি হার্ট। তাই নয় রক্তের রঙ কিন্তু লাল নয়। বরং নীলচে সবুজ।
এটি সেপালোপডস প্রজাতির প্রাণী। স্কুইড, অক্টোপাস, ক্যাটলফিস এবং নটিলাস এরা এক প্রজাতির। এরা কিন্তু অসম্ভব ভাল ডাইভার। তাই অনায়াসে শিকার করতে পারে।
এদের স্মৃতিশক্তি এতটাই প্রখর যে শেষ বয়স অবধি মনে রাখতে পারে জীবনের প্রথম সময়ে কী খাবার খেয়েছিল।
মানুষের ক্ষেত্রে যেমন বয়স বাড়লে মস্তিষ্ক দুর্বল হতে শুরু করে এই মাছের ক্ষেত্রে তা হয় না।
মানুষের ব্রেন আর ক্যাটল ফিসের ব্রেনের মধ্যে তফাৎ হল এদের হিপ্পোক্যাম্পাস থাকে না। ফলে স্মৃতি ভোলার কোনও অবকাশ নেই।
গবেষকরা জানিয়েছে এদের 'এপিসোডের মতো স্মৃতি' জমতে থাকে। এদের ব্যবহার কিন্তু ভারী অদ্ভূত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -