Swastika on Social Media: 'লাল লিপস্টিক হয়ত দুঃখ ভুলিয়ে দেয়', কেন বললেন স্বস্তিকা?
মাথায়, কাঁচা-পাকা চুল, ঠোঁটে লাল লিপস্টিক। বহুদিন পর ইনস্টাগ্রাম প্রোফাইলে স্বস্তিকা মুখোপাধ্যায়ের একটা নিজের ছবি। এর আগের সমস্ত ছবিতেই রক্ত, অক্সিজেন, হাসপাতালের বেড থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীর তথ্যতে ভরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকরোনাকালে সাধারণ মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন অনেকেই। বহু তারকারই হাত বাড়িয়ে দিয়েছেন সাহায্যের। সোশ্যাল মিডিয়া হয়ে উঠেছে সাহায্যের একটি বড় মাধ্যম। অক্সিজে-ওষুধ থেকে রেমডিসিভির, টিকা, প্রত্যেকেই শেয়ার করছেন বিভিন্ন নম্বর। এক মাসের বেশি সময় ধরে নায়িকার প্রোফাইল ভরছে মানুষের স্বার্থে, মানুষের সাহায্যে।
গত বুধবার সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলি পোস্ট করেন স্বস্তিকা। একেবারে নো মেক-আপ লুক হলেও তাঁর ঠোঁটে রয়েছে লালরঙা লিপস্টিক।
ছবিগুলি শেয়ার করে স্বস্তিকা লিখেছেন, 'মনে হচ্ছে এক যুগ পর আবার লিপস্টিক পরলাম। সময় পেরিয়ে যাচ্ছে আর আমরা ভয়, আতঙ্কে ঘরবন্দি হয়ে রয়েছি। কোথাও যাওয়ার নেই।
স্বস্তিকা আরও লিখেছেন, 'আজ বাড়িতে থেকেও সাজলাম, লিপস্টিক পরলাম। হয়ত দুঋখ আর ভয়গুলো ভুলে থাকার জন্য। মাথায় ধূসর চুল দেখলাম। ওরা যেমন আছে থাক।'
গতকাল ছিল বিশ্ব-যৌনকর্মী দিবস। সোশ্যাল মিডিয়ায় নিজের একগুচ্ছ ছবি পোস্ট করেছিলেন স্বস্তিকা। ছবির ফ্রেমে ধরা রয়েছে যৌনকর্মীদের সঙ্গে কাটানো তাঁর বিভিন্ন মুহূর্ত। কোথাও তিনি হাজির হয়েছেন কুমোরটুলিতে, আবার কোথাও দুর্গাপুজোয়। ছবিগুলি পোস্ট করে স্বস্তিকা লিখেছেন, 'করোনা পরিস্থিতিতে যে জীবিকাটা সবচেয়ে প্রশ্নের মুখে পড়েছে তা হল যৌনকর্মীদের জীবিকা। যদি কথা বলতেই হয়, ওনাদের নিয়ে কথা বলুন। ওনাদের দিকে আলোকপাত করুন।
স্বস্তিকা লিখছেন, 'বর্তমান পরিস্থিতিতে ওঁদের বাঁচবার জন্য লড়াই করতে হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসও ঠিকমতো আনতে পারছেন না তাঁরা। আমি বেশ কয়েকবছর আগে, কিছু কাজের জন্য যৌনকর্মীদের সঙ্গে আলাপ-পরিচয় করার সুযোগ পাই। ওনারা এক একজন ভীষণ ভালো মনের মানুষ। আমি সবসময় বিশ্বাস করি, মানুষের পেশা কখনও মানুষের চরিত্র তৈরি করে দেয় না। মানুষ কেমন সেটা বিচার করা উচিত তাঁর মন দেখে। সেটাই আসল।'
স্বস্তিকা বলছেন, 'কেবল এটুকুই বলতে চাই, কলকাতার যৌনকর্মীরা ক্ষুধার্ত। প্রত্যেকদিনের প্রয়োজন মেটাতে তাঁদের লড়াই করতে হচ্ছে। ওনাদের সাহায্য় করতে এগিয়ে আসুন। সমস্ত সংস্কার ভেঙে ওনাদের পাশে দাঁড়ান যাতে ওরা সুস্থ মানুষের মত বাঁচতে পারে আর জীবন যাপনের জন্য প্রয়োজনীয় জিনিসটুকু পায়।'
ছবি সৌজন্যে: স্বস্তিকা মুখোপাধ্যায়ের ইনস্টাগ্রাম প্রোফাইল
- - - - - - - - - Advertisement - - - - - - - - -