Actresses Lifestyle Pics: যে বলিউড অভিনেত্রীরা ডিভোর্সের পর দ্বিতীয় বিয়ে করেননি...

ডিভোর্সের পর দ্বিতীয় বিয়ে করেননি যে বলিউড অভিনেত্রীরা...

1/6
অমৃতা সিংহ - বয়সে ছোট সেফ আলি খানের সঙ্গে অমৃতার বিয়ে হয়েছিল ১৯৯১ সালে। কিন্তু, ধীরে ধীরে তাঁদের সম্পর্কে চিড় ধরে। শেষে ২০০৪ সালে দুজনের বিবাহবিচ্ছেদ হয়। অমৃতা ও সেফের দুই সন্তান-- মেয়ে সারা আলি খান ও ছেলে ইব্রাহিম। ডিভোর্সের পর করিনা কপূরকে বিয়ে করে সেফ নতুন সংসার শুরু করলেও সিঙ্গল মাদার হিসেবেই সন্তানদের পালন করতে থাকেন অমৃতা।
2/6
করিশ্মা কপূর - অভিষেক বচ্চনের সঙ্গে এনগেজমেন্ট ভেঙে যাওয়ার পর পরের বছর অর্থাৎ ২০০৩ সালে দিল্লির ব্যবসায়ী সঞ্জয় কপূরকে বিয়ে করেন বলিউড অভিনেত্রী করিশ্মা কপূর। তবে, প্রথম থেকেই সংসারে অশান্তি লেগেই ছিল। সম্পর্ক বাঁচানোর অনেক চেষ্টা করেছিলেন করিশ্মা। কিন্তু, ২০১৬ সালে দুজনের পথ আলাদা হয়ে যায়। একলা দুই সন্তানকে লালন-পালন করে চলেছেন অভিনেত্রী। ডিভোর্সের পর তিনি আর দ্বিতীয় বিয়ে করেননি।
3/6
মালাইকা অরোরা - বলিউডে ড্যান্সার হিসেবে প্রতিষ্ঠা পাওয়া অভিনেত্রী মালাইকা বিয়ের ২০ বছর পর আরবাজ খানকে ডিভোর্স দেন। ২০১৭ সালে দুজনের বিবাহবিচ্ছেদ হয়। ছেলে আরহানের সঙ্গে থাকেন মালাইকা। একলাই ছেলের দেখভাল করেন। তিনি আর বিয়ে করেননি। তবে, অর্জুন কপূরের সঙ্গে সম্পর্কে রয়েছেন।
4/6
কঙ্কনা সেন শর্মা - ২০১০ সালে অভিনেতা রণবীর শোরেকে বিয়ে করেন কঙ্কনা। বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন তিনি। বিয়ের ৬ মাস পর ছেলেকে জন্ম দেন। তবে, ২০১৫ সালে রণবীর-কঙ্কনার বিয়ে ভেঙে যায়। এখন ছেলের সঙ্গে একলাই থাকেন তিনি। তিনি এখনও পর্যন্ত দ্বিতীয় বিয়ে করেননি।
5/6
মহিমা চৌধুরী - পরদেশ ছবিতে সকলের মন জিতে নিয়েছিলেন মহিমা। আসল জীবনে ভালবেসে বিয়ে করেন ব্যবসায়ী ববি মুখোপাধ্যায়কে। ২০০৬ সালে দুজনে বিয়ে করেন। কিন্তু, ২০১৩ সালে ডিভোর্স নেন। তিনিও এখন মেয়ের সঙ্গে থাকেন। দ্বিতীয় বিয়ে করেননি।
6/6
চিত্রাঙ্গদা সিংহ - ২০১৫ সালে গল্ফার স্বামী জ্যোতি রানধাওয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় এই বলিউড অভিনেত্রীর। এক ছেলে রয়েছে তাঁদের। এখনও দ্বিতীয় বিয়ে করেননি তিনি।
Sponsored Links by Taboola