Aishwarya Rai Mother Birthday: মা-এর ৭০ তম জন্মদিন; অভিষেক, আরাধ্যাকে সঙ্গে নিয়ে পালন করলেন ঐশ্বর্য
মা বৃন্দা রাই-এর ৭০ বছরের জন্মদিন পালন করলেন ঐশ্বর্য রাই। রবিবার কেক, ফুল নিয়ে মা-এর কাছে হাজির হন ঐশ্বর্য। সঙ্গে ছিলেন আরাধ্যা এবং অভিষেক বচ্চনও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরবিবার জন্মদিন পালনের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী। ছবিতে দেখা যাচ্ছে তিনটি কেক, লিলি এবং গোলাপের তোড়া নিয়ে সময় মতোই পৌঁছে গিয়েছে মেয়ে।
অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে দিদিমা-কে জড়িয়ে ধরে রয়েছে খুদে আরাধ্যা।
রয়েছে একটি গ্রুপ ছবিও। যথারীতি দিদিমাকে জড়িয়ে আরাধ্যা। তাঁদের ধরে রয়েছে ঐশ্বর্য। আর পাশেই দাঁড়িয়ে অভিষেক বচ্চন। জন্মদিনে এর থেকে ভাল ফ্রেম আর কীই বা হতে পারে।
এ দিন ইনস্টাগ্রামে বৃন্দা রাই-এর ছবি শেয়ার করে ঐশ্বর্য লিখেছেন, হ্যাপি সেভেনটিথ বার্থ ডে ডার্লিং HAPPY 70th BIRTHDAY DARLING MOMMYYY-DODDAAA LOVE YOUUU.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -