Partial lunar eclipse : বছরের প্রথম চন্দ্রগ্রহণ বুধবার, কোথায়-কখন দেখা যাবে ?
বছরের প্রথম চন্দ্রগ্রহণ দেখা যাবে আগামী ২৬ মে অর্থাৎ বুধবার। একথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদেশের কয়েকটি জায়গায় আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে।
IMD জানিয়েছে, কিছুক্ষণের জন্য উত্তর-পূর্ব(সিকিম ব্যতীত) অঞ্চল, পশ্চিমবঙ্গের কিছু অংশে, ওড়িশা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী এলাকায় চন্দ্রগ্রহণ দেখা যাবে।
২০১৯-এর ২১ জানুয়ারির পর এটাই প্রথম চন্দ্রগ্রহণ। যা সুপারমুনের আকারে দেখা যাবে(সুপারমুন চাঁদের এমন অবস্থা, যখন চাঁদ পৃথিবীর খুব কাছে অবস্থান করে। এইসময় চাঁদকে পৃথিবী থেকে অনেক বড় আর উজ্জ্বল দেখায়। পূর্ণ গোলাকার চাঁদের এই অবস্থাকে সুপারমুন বলা হয়।)
পৃথিবীর বিভিন্ন প্রান্তে, যেমন-উত্তর ও দক্ষিণ আমেরিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগর থেকে গ্রহণ দেখা যাবে।
জানা গিয়েছে, আংশিক গ্রহণ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩টে ১৫মিনিটে। শেষ হবে সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে। ভারতে সম্পূর্ণ গ্রহণ শুরু হবে দুপুর ২টো ১৭ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ৭টা ১৯মিনিটে। এই সময় পৃথিবী চাঁদকে ১০১.৬ শতাংশ ঢেকে ফেলবে।
এর পরের চন্দ্রগ্রহণ দেখা যাবে এবছর ১৯ নভেম্বর। এটা হবে আংশিক চন্দ্রগ্রহণ। প্রসঙ্গত, চাঁদ যখন পৃথিবীর ছায়াতলে চলে আসে তখন সম্পূর্ণ চন্দ্রগ্রহণ হয়। আর চাঁদের একটা অংশ যখন পৃথিবীর ছায়াতলে আসে তখন আংশিক চন্দ্রগ্রহণ হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -