Alia Bhatt: 'গাঙ্গুবাঈ'-এর প্রচারে ফুলের সাজ, নজর কাড়লেন আলিয়া ভট্ট
আগামী ২৫ ফেব্রুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'। তারই প্রোমোশনে নানা জায়গায় দেখা যাচ্ছে আলিয়া ভট্টকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছবির প্রোমোশনের জন্য সম্প্রতি দেখা গেল অভিনেত্রীকে। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেছেন আলিয়া ভট্ট।
সাদা রঙের ফ্লোরাল প্রিন্টের শাড়ির সঙ্গে ফুলের সাজে সেজেছিলেন অভিনেত্রী। মাথায় গোঁজা ফুল। অভিনেত্রীর লুক দেখে তাঁর থেকে চোখ সরাতে পারছেন না নেট নাগরিকরা।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছবি শেয়ার করেছেন আলিয়া ভট্ট। ফুলের সাজে অভিনেত্রীকে দেখে কমেন্টে তাঁর রূপের প্রশংসা করেছেন সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা।
মা সোনি রাজদান কমেন্টে লিখেছেন, 'ফ্লাওয়ার পাওয়ার'। প্রসঙ্গত, ফুলের কত জোর তা আমরা 'পুষ্পা' ছবির বক্স অফিস কালেকশন দেখেই টের পাচ্ছি।
ফ্লোরাল প্রিন্টের সঙ্গে মানানসই গয়না পরেছিলেন আলিয়া ভট্ট। কানে রুপোর ঝুমকো। আর তাঁর গালে টোল ফেলা হাসি লাখো অনুরাগীর মনে ঝড় তুলেছে।
'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবিতে আলিয়া ভট্ট ছাড়াও দেখা যাবে বলিউডের আর এক সুপারস্টারকে। বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগন।
আলিয়া ভট্টের হাতে বেশ কয়েকটি ছবি রয়েছে। মুক্তির অপেক্ষায় দিন গুনছে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি', 'ট্রিপল আর'। এছাড়াও তাঁকে দেখা যাবে 'ব্রহ্মাস্ত্র', 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -