In Pics: অমিতাভ থেকে শাহরুখ-- এই সেলেবদের বাড়ি দেখলে দেখতেই থাকবেন...
বলিউড তারকারা কোটিতে আয় করেন। ফলে, তাঁদের বাড়ির দামও কোটিতে হয়। সেলিব্রিটিরা নিজেদের আয়ের একটা বড় অংশ বাড়ির জন্য খরচ করেন। আজ এখানে বলিউডের কয়েকজন বড় তারকাদের বাড়ি দেখাব। এই বাড়িগুলি বিশ্বের অন্যতম সুদৃশ্য বাড়ি হিসেবে ধরা হয়ে থাকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রথমেই বলা যাক শাহরুখ খানের বাড়ির কথা। তাঁর বাড়ি মন্নত কোনও স্বর্গের চেয়ে কম নয়। ৬ তলার এই সাগরমুখী বাসভবন মুম্বইয়ের অন্যতম সেরা ল্যান্ডমার্কের তালিকায় অন্তর্ভুক্ত। শাহরুখের বাড়ির দাম প্রায় ২০০ কোটি টাকা।
মেগাস্টার অমিতাভ বচ্চন গত তিন দশক ধরে পরিবারের সঙ্গে জলসা-য় থাকেন। জুহুতে অবস্থিত এই বাসভবনের দাম প্রায় ১১২ কোটি টাকা। ১০,১২৫ বর্গফুটের জলসার অন্দরসজ্জাও দারুন। আসবাব থেকে শুরু করে পেন্টিং-- সবকিছুই মানানসই।
বিয়ের পর মার্কিন মুলুকে বসবাস করেন প্রিয়ঙ্কা চোপড়া। তাঁর বাংলো লস অ্যাঞ্জেলসের অন্যতম সেরা বলে বিবেচিত।
শিল্পা শেট্টির বাংলো কিনারা দেখলে মনে হবে কোনও দামী রিসর্ট। বিভিন্ন লেভেলের ছাদ, দামী ঝাড়, আসবাব, বিশাল বাগান সবকিছুই রয়েছে এখানে। বাড়ির দাম প্রায় ১০০ কোটি টাকার মতো।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -