Ananya Panday: জলে পা, গাছে বাঁধা দোলনা, সমুদ্র উপভোগে মগ্ন অনন্যা
জীবনটাকে উপভোগ করতে খুবই ভালোবাসেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। শ্যুটিংয়ের ফাঁকে ছুটি পেলেই তিনি বেড়াতে বেরিয়ে পড়েন। আর কখনও মলদ্বীপ তো কখনও অন্য কোনও মনোরম পরিবেশে প্রকৃতির মাঝে ঘুরে বেড়ান অভিনেত্রী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে কয়েকটি ছবি শেয়ার করেছেন অনন্যা পাণ্ডে। ছবিতে দেখা যাচ্ছে সমুদ্র উপভোগ করতে ব্যস্ত অভিনেত্রী।
কখনও তিনি জলের মাঝে আবার কখনও বসে আছেন ক্যামেরায় পোজ দিয়ে। ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, 'সমুদের চোখ'
একটি ম্যাগাজিনের ফোটোশ্যুটের জন্য দেখা যায় অনন্যা পাণ্ডেকে। সমুদ্রের মাঝে ফোটোশ্যুটে নজর কাড়ছিল অভিনেত্রীর স্টাইল স্টেটমেন্ট।
জলের উপর পা দিয়ে গাছে বাঁধা দোলনায় বসে রয়েছেন অনন্যা পাণ্ডে। অভিনেত্রীর এমন মনোরম ছবি দেখে মুগ্ধ নেট দুনিয়া।
অনন্যা পাণ্ডের হাতে রয়েছে বেশ কয়েকটি ছবির কাজ। ইতিমধ্যেই তিনি শেষ করে ফেলেছেন ''লাইগার'' ছবির শ্যুটিং। বিজয় দেবেরাকোন্ডা ও মাইক টাইসনের সঙ্গে ছবির কাজ শেষ করেছেন।
অনন্যা পাণ্ডেকে খুব শীঘ্রই দেখা যাবে 'গহেরাইয়া' ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন দীপিকা পাড়ুকোন ও সিদ্ধান্ত চতুর্বেদী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -