Ananya Pandey Pics: সাদা-কালো ছবিতে গ্ল্যামারাস অনন্যা পান্ডে,প্রশংসা রণবীর সিংহরও
Untitled_design_(10)
1/10
সাদা-কালো ছবিতে গ্ল্যামারাস অনন্যা, সোশাল মিডিয়ায় প্রায়শই চর্চার মধ্যে থাকেন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। মাঝেমধ্যে সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করেন তিনি।
2/10
চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা। তিনি ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে নিজের স্বতন্দ্র পরিচয় গড়ে তুলেছেন।
3/10
ইনস্টাগ্রামে ফের কিছু ছবি শেয়ার করেছেন অনন্যা। সাদা-কালো ছবি শেয়ার করেছেন অনন্যা।টি-শার্ট পরে দেখা গিয়েছে তাঁকে।
4/10
খোলা চুলে তাঁর এই ছবি নজর কেড়েছে অনুরাগীদের। তাঁর এই ছবি তারিফ আদায় করে নিয়েছে রণবীর সিংহরও। অনন্যার পোস্টে রণবীরের মন্তব্য, ছবিগুলি খুবই ভালো লেগেছে।
5/10
ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে অনন্যা লিখেছেন, এখানে সূর্যের কিরণ এসে পড়ে।
6/10
কিছুদিন আগেই নিজের আরও কিছু ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তিনি।
7/10
স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক অনন্যার।
8/10
মাল্টি কালারের এই মিডিতে অনন্যাকে বেশ আকর্ষণীয় লেগেছে।
9/10
লং ইয়ারিংসে লুক সম্পূর্ণ করেন তিনি।
10/10
ইনস্টাগ্রামে এই ছবিগুলি শেয়ার করেছিলেন তিনি। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ২০ মিলিয়নের বেশি।সাকুন বাত্রার পরবর্তী সিনেমায় দেখা যাবে অনন্যাকে।
Published at : 28 Aug 2021 04:17 PM (IST)