Ananya Pandey Pics: সাদা-কালো ছবিতে গ্ল্যামারাস অনন্যা পান্ডে,প্রশংসা রণবীর সিংহরও
সাদা-কালো ছবিতে গ্ল্যামারাস অনন্যা, সোশাল মিডিয়ায় প্রায়শই চর্চার মধ্যে থাকেন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। মাঝেমধ্যে সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা। তিনি ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে নিজের স্বতন্দ্র পরিচয় গড়ে তুলেছেন।
ইনস্টাগ্রামে ফের কিছু ছবি শেয়ার করেছেন অনন্যা। সাদা-কালো ছবি শেয়ার করেছেন অনন্যা।টি-শার্ট পরে দেখা গিয়েছে তাঁকে।
খোলা চুলে তাঁর এই ছবি নজর কেড়েছে অনুরাগীদের। তাঁর এই ছবি তারিফ আদায় করে নিয়েছে রণবীর সিংহরও। অনন্যার পোস্টে রণবীরের মন্তব্য, ছবিগুলি খুবই ভালো লেগেছে।
ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে অনন্যা লিখেছেন, এখানে সূর্যের কিরণ এসে পড়ে।
কিছুদিন আগেই নিজের আরও কিছু ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তিনি।
স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক অনন্যার।
মাল্টি কালারের এই মিডিতে অনন্যাকে বেশ আকর্ষণীয় লেগেছে।
লং ইয়ারিংসে লুক সম্পূর্ণ করেন তিনি।
ইনস্টাগ্রামে এই ছবিগুলি শেয়ার করেছিলেন তিনি। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ২০ মিলিয়নের বেশি।সাকুন বাত্রার পরবর্তী সিনেমায় দেখা যাবে অনন্যাকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -