Ankita Lokhande Wedding: বিয়ে সারলেন টেলি অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে, দেখুন ছবি
১৪ ডিসেম্বর চার হাত এক হল টেলি অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈনের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমুম্বইয়ের এক বিলাসবহুল পাঁচাতারা হোটেলে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, পরিবারের লোকজনের উপস্থিতি বিয়ে সারেন দম্পতি। উপস্থিত ছিলেন টেলি দুনিয়ার একাধিক জনপ্রিয় মুখ।
চিরাচরিত লাল লেহেঙ্গার বদলে এদিন নিজেকে সোনালী রঙের ডিজাইনার লেহেঙ্গায় সাজিয়েছিলেন অঙ্কিতা। তাঁর পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে সাদা ও সোনালী শেরওয়ানি পরেছিলেন ভিকি জৈন।
বিয়ের পর এদিন একটি বিশেষ 'রেড কার্পেট ইভেন্ট' হওয়ার কথা ছিল মিডিয়া ও পাপারাৎজিদের জন্য। তবে কোভিডের বাড়বাড়ন্তে তা বাতিল করে দেওয়া হয়।
বিয়ের আগে 'সঙ্গীত', 'মেহেন্দি', 'গায়ে হলুদ' ইত্যাদি অনুষ্ঠানের একাধিক ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করেন অঙ্কিতা।
অঙ্কিতা লোখান্ডের বিয়েতে আমন্ত্রিত ছিলেন কঙ্গনা রানাউতও। 'মনিকর্ণিকা' ছবিতে একসঙ্গে কাজ করেছেন অঙ্কিতা ও কঙ্গনা। নব দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে একাধিক ছবি পোস্ট করেন তিনি।
প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে প্রায় ৩ বছর ধরে ভিকি জৈনের সঙ্গে সম্পর্কে ছিলেন। অবশেষে সারলেন বিয়ে।
এদিন বিয়ের ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, 'ভালবাসার ধৈর্য থাকলেও আমাদের নেই। সারপ্রাইজ! আমরা আনুষ্ঠানিকভাবে এখন শ্রী ও শ্রীমতি জৈন!'
বিয়ের দিনে তারকা ডিজাইনার মণীশ মলহোত্রের ডিজাইন করা পোশাকে সেজেছিলেন অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈন।
নবদম্পতিকে নতুন জীবনের শুভেচ্ছায় ভাসালেন অনুরাগী থেকে অন্যান্য টিনসেল তারকারা। ছবি সৌজন্য: অঙ্কিতা লোখান্ডের ইনস্টাগ্রাম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -