Power Bikes Under 3 Lakhs: ৩ লাখের মধ্যে পাওয়ার বাইকস, জানেন কী আছে স্পেসিফিকেশন
Bikes Under 3 Lakhs In India: ভারতে 3 লাখের নিচের বাইকের মধ্যে রয়েছে BMW G 310 R। যার দাম 2.60 লক্ষ টাকা৷ এটি দিল্লিতে বাইকের এক্স শোরুম প্রাইস। এতে একটি 313 cc BS6 ইঞ্জিন রয়েছে। যা 33.52 bhp পাওয়ার ও 28 Nm টর্ক জেনারেট করতে সক্ষম। এতে 11 লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। এর কার্ব ওয়েট 164 কেজি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppBMW G 310 GS:এই বাইকের দাম তিন লাখ টাকা। দিল্লিতে এটি বাইকের এক্স শোরুমের দাম। এতে রয়েছে 313 cc-র একটি BS6 ইঞ্জিন। এই বাইক 33.52 bhp শক্তি ও 28 Nm টর্ক জেনারেট করতে সক্ষম। এতে 11 লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। এর কার্ব ওয়েট 175 কেজি।
KTM 390 DUKE: এই বাইকের দাম 2.88 লক্ষ টাকা (এক্স-শোরুম)। বাইকে রয়েছে একটি 373.2 cc ইঞ্জিন। যা 32 kW শক্তি ও 37 Nm টর্ক উৎপন্ন করে৷ এতে 13.5 লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক দিয়েছে কোম্পানি। এর কার্ব ওয়েট 167 কেজি।
Apache RR 310: এই বাইকের দাম শুরু 2.6 লক্ষ টাকা থেকে (এক্স-শোরুম মূল্য)। এতে একটি 312.2 cc সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। যা 34 bhp @ 9700 rpm এর সর্বোচ্চ শক্তি ও 27.3 Nm @ 7700 rpm সর্বোচ্চ টর্ক জেনারেট করে। এতে ৬স্পিড গিয়ার রয়েছে।
Bajaj Dominar 400:এই বাইকের দিল্লির এক্স-শোরুম প্রাইস 2,16,648 টাকা। এটি একটি 373.3 cc সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিনে চলে। যা 29.4 kW (40 PS) @ 8800 rpm শক্তি ও 35 Nm @ 6500 rpm সর্বাধিক টর্ক জেনারেট করে৷
- - - - - - - - - Advertisement - - - - - - - - -