Kareena Home Visit Pics: সেফ-করিনার দ্বিতীয় সন্তানকে দেখতে হাজির অর্জুন-মালাইকা
করিনা কপূর এবং সেফ আলি খানের পরিবারের নতুন সদস্যকে দেখতে গেলেন অভিনেতা অর্জুন কপূর, মালাইকা আরোরা। পাপারৎজির ক্যামেরায় রবিবার ধরা পড়লেন তাঁরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকরিনার সঙ্গে বরাবরাই খুব ভাল সম্পর্ক মালাইকার। করিনার দ্বিতীয় সন্তানকে তাই এদিন দেখতে যান তিনি। গত রবিবার দ্বিতীয়বার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।
করিনার বাড়ির বাইরে কালো রঙের পোশাকে দেখা গেল অর্জুন কপূরকে। তাঁর মুখে ছিল মাস্ক।
অর্জুন এবং করিনা কি এন্ড কা ছবিতে একসঙ্গে অভিনয় করেন। ২০১৬ সালে মুক্তি পায় এই ছবি।
ভূত পুলিশ শ্যুটিংয়ের সময় মালাইকা আরোরা এবং করিনা তাঁদের পার্টনারদের সঙ্গে ধরমশালায় ছবি তোলেন।
২০১২ সালে করিনা এবং সেফ বিয়ে করেন। এখনও পর্যন্ত দ্বিতীয় সন্তানের নাম অবশ্য সামনে আনেননি তাঁরা।
ভূত পুলিশ ছবিতে অর্জুন এবং সেফকে দেখা যাবে। এবছর সেপ্টেম্বরে রিলিজ করবে এই ছবি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -