Arjun Rampal Movies: ৪৯ পূর্ণ করলেন অর্জুন রামপাল, দেখে নেওয়া যাক তাঁর সেরা ছবির তালিকা

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

1/10
আজ ৪৯ বছরে পা দিলেন অভিনেতা অর্জুন রামপাল। একঝলকে দেখে নেওয়া যাক তাঁর কিছু বিখ্যাত ছবি।
2/10
দিওয়ানাপন - তাঁর কেরিয়ারের শুরুর দিকের ছবি। ২০০১ সালে মুক্তি পায় ছবিটি।
3/10
রাজনীতি - ২০১০ সালে মুক্তি পায় ছবিটি। মাল্টি স্টারার এই ছবি সমালোচকদের প্রশংসা পেয়েছিল।
4/10
সত্যাগ্রহ - ২০১৩ সালে মুক্তি পায়। ছবিতে অর্জুন রামপাল ছাড়াও অভিনয় করেছিলেন করিনা কপূর, অজয় দেবগণ প্রমুখ।
5/10
উই আর ফ্যামিলি - ২০১০ সালে মুক্তি পাই। করিনা কপূর ও কাজলের সঙ্গে অভিনয় করেন এই ছবিতে।
6/10
ওম শান্তি ওম - শাহরুখ খান - দীপিকা পাড়ুকোন অভিনীত ছবিতে খলনায়কের চরিত্রে দেখা গিয়েছিল অর্জুন রামপালকে।
7/10
রক অন - ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবি। চার বন্ধুর রক ব্যান্ড তৈরি ও বন্ধুত্বের গল্প বলে এই ছবি।
8/10
ড্যাডি - ২০১৭ সালে মুক্তি পায় এই ছবিটি।
9/10
ডন - ২০০৬ সালে মুক্তি পায় শাহরুখ খান অভিনীত 'ডন'।
10/10
রা ওয়ান - শাহরুখ খানের এই ছবিতে নাম চরিত্রে অভিনয় করেন অর্জুন। শাহরুখ ও করিনা কপূর ছিলেন এই ছবিতে।
Sponsored Links by Taboola