Arjun Rampal Movies: ৪৯ পূর্ণ করলেন অর্জুন রামপাল, দেখে নেওয়া যাক তাঁর সেরা ছবির তালিকা
আজ ৪৯ বছরে পা দিলেন অভিনেতা অর্জুন রামপাল। একঝলকে দেখে নেওয়া যাক তাঁর কিছু বিখ্যাত ছবি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদিওয়ানাপন - তাঁর কেরিয়ারের শুরুর দিকের ছবি। ২০০১ সালে মুক্তি পায় ছবিটি।
রাজনীতি - ২০১০ সালে মুক্তি পায় ছবিটি। মাল্টি স্টারার এই ছবি সমালোচকদের প্রশংসা পেয়েছিল।
সত্যাগ্রহ - ২০১৩ সালে মুক্তি পায়। ছবিতে অর্জুন রামপাল ছাড়াও অভিনয় করেছিলেন করিনা কপূর, অজয় দেবগণ প্রমুখ।
উই আর ফ্যামিলি - ২০১০ সালে মুক্তি পাই। করিনা কপূর ও কাজলের সঙ্গে অভিনয় করেন এই ছবিতে।
ওম শান্তি ওম - শাহরুখ খান - দীপিকা পাড়ুকোন অভিনীত ছবিতে খলনায়কের চরিত্রে দেখা গিয়েছিল অর্জুন রামপালকে।
রক অন - ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবি। চার বন্ধুর রক ব্যান্ড তৈরি ও বন্ধুত্বের গল্প বলে এই ছবি।
ড্যাডি - ২০১৭ সালে মুক্তি পায় এই ছবিটি।
ডন - ২০০৬ সালে মুক্তি পায় শাহরুখ খান অভিনীত 'ডন'।
রা ওয়ান - শাহরুখ খানের এই ছবিতে নাম চরিত্রে অভিনয় করেন অর্জুন। শাহরুখ ও করিনা কপূর ছিলেন এই ছবিতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -