Allu Arjun Lesser Known Facts: নায়কসুলভ চেহারা নয়! কটাক্ষের শিকার আল্লু অর্জুন এখন ফ্যাশন আইকন
করোনা কালে তাবড় তারকা যখন ছবির মুক্তি পিছোতে ব্যস্ত, সেই সময় ধুঁকতে থাকা সিনেমা শিল্পকে কার্যত একাহাতেই চাঙ্গা করে তুলেছেন তিনি। তাতেই রাতারাতি আম জনতার মনে জায়গা করে নিয়েছেন ‘পুষ্পা: দ্য রাইজ’ খ্যাত আল্লু অর্জুন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু এক ছবির দৌলতে রাতারাতি সকলের মনে জায়গা করে নিলেও, দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে মনোরঞ্জন করে চলেছেন আল্লু অর্জুন। তবে পর্দা কাঁপালেও চল্লিশ ছুঁইছুঁই তারকা বাস্তবে একেবারেই ‘ফ্যামিলি ম্যান’।
১৯৮২ সালের ৮ এপ্রিল চেন্নাইয়ে তেলুগু পরিবারে জন্ম আল্লু অর্জুনের। তাঁর বাবা আল্লু অরবিন্দ প্রযোজক। দাদু আল্লু রামলিঙ্গাইয়া ছিলেন কৌতুকাভিনেতা। চেন্নাইয়েই বেড়ে ওঠা আল্লু অর্জুনের। ২০০ সালে তাঁর গোটা পরিবার হায়দরাবাদে চলে যান।
মহিলা মহলে তাঁকে নিয়ে কম উন্মাদনা নেই। কিন্তু আল্লু অর্জুন বিবাহিত। ২০১১ সালে দীর্ঘ দিনের প্রেমিকা স্নেহা রেড্ডির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি। তাঁদের দুই সন্তান রয়েছে, এক ছেলে এবং এক মেয়ে। করোনা কালে কোয়ারান্টিন কাটিয়ে বাড়িতে ফিরে সম্প্রতি ছেলেমেয়েকে দেখতে পেয়ে কেঁদে ফেলেছিলেন আল্লু অর্জুন।
১৯৮৫ সালে শিশু শিল্পী হিসেবে ‘বিজেতা’ ছবিতে প্রথম মুখ দেখান আল্লু অর্জুন। নায়ক হিসেবে তাঁর প্রথম ছবি ‘গঙ্গোত্রী’। কিন্তু অভিনয় এবং নাচে উতরে গেলেও চেহারা নিয়ে কম সমালোচনা শুনতে হয়নি তাঁকে। তাঁর চেহারায় নায়কসুলভ চটক নেই বলেও মন্তব্য করেছিলেন সমালোচকরা। তবে ‘আর্য’র পর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে।
এখনও পর্যন্ত কমবেশি ৩০টি ছবিতে অভিনয় করে ফেলেছেন আল্লু অর্জুন। তার মধ্যে মারকাটারি সাফল্য পেয়েছে, এমন ছবিও রয়েছে। ছবি পিছু প্রায় ১০ কোটি টাকা পারিশ্রমিক নেন অভিনেতা।
আয়ের নিরিখে ‘ফোর্বস ইন্ডিয়া’র তালিকায় জায়গা পাওয়া আল্লু অর্জুন নিজের পরিবারের জন্য আয়তকার একটি বিলাসবহুল বাংলো বানিয়েছেন। ২ একর জমির উপর ৮ হাজার স্কোয়্যার ফিট জায়গায় নিয়ে তৈরি বাংলোটি। ওই জমির মাত্র ২০ শতাংশ অংশেই নির্মাণকার্যের অনুমতি রয়েছে। ফলে আল্লু অর্জুনের বাংলোর আশেপাশে অন্য কারও বাস নেই।
বিলাসবহুল গাড়ি কেনার শখ রয়েছে আল্লু অর্জুনের। ৭ কোটি টাকার ভ্যানিটি ভ্যান রয়েছে তাঁর। এ ছাড়াও তাঁর সংগ্রহে রয়েছে জাগুয়ার এক্স জে এল, মিলিটারি নকশায় তৈরি হামার এইচ২, বিএমডব্লিউ এক্স৬এম।
লক্ষ লক্ষ অনুরাগী থাকলেও, নিয়ম করে মানসিক ভারসাম্যহীন শিশুদের সঙ্গে জন্মদিন পালন করেন আল্লু অর্জুন। নিয়ম করে প্রতি জন্মদিনে রক্তদানও করেন তিনি। তাঁর অনুরাগীরাও তারকার জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন করেন।
নামের সঙ্গে বাণিজ্যিক ছবির নায়কের তকমা সেঁটে গেলেও, ব্যক্তিগত জীবনে বই পড়তে পছন্দ করেন আল্লু অর্জুন। স্পেন্সার জনসনের লেখা ‘হু মুভড মাই চিজ’ তাঁর প্রিয় বই বলে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন।
এ ছাড়াও ছিব তোলার শখ রয়েছে আল্লু অর্জুনের। তাঁর মতে, ছবি তুললে মন ভাল থাকে তাঁর। দুশ্চিন্তা দূর হয়ে যায় নিমেষে। তেব নিজের তোলা ছবি ব্যক্তিগত সংগ্রহেই রাখেন তিনি। কারও সামনে প্রকাশ করেন না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -