'পাঠান' ছবির শ্যুটিংয়ে যাওয়ার কথা শাহরুখ-দীপিকার, দেখে নিন কত সুন্দর স্পেনের মায়িরকা
'পাঠান' ছবির শ্যুটিংয়ে যাওয়ার কথা শাহরুখ-দীপিকার, দেখে নিন কত সুন্দর স্পেনের মায়িরকা
1/10
স্পেনে গেলে পর্যটকদের কাছে সবথেকে বড় আকর্ষণ হয় মায়িরকা। আর এই মায়িরকা শব্দের অর্থ বড় দ্বীপ। - ছবি - পিক্সঅ্যাবে
2/10
প্রাকৃতিকভাবে এত অপরূপ সুন্দর এই দ্বীপ, যার জন্য ইউরোপের অনেক দেশের কবি সাহিত্যিক শিল্পীরা পাকাপাকিভাবে মায়িরকায় থাকা শুরু করেন। - ছবি - পিক্সঅ্যাবে
3/10
মায়িরকার জনবসতির সত্তর শতাংশই সমুদ্র সৈকতের কাছাকাছি থাকতে পছন্দ করে। দ্বীপের কেন্দ্র মোটামুটি ফাঁকা। - ছবি - পিক্সঅ্যাবে
4/10
মায়িরকাতে প্রতিবছর দশ হাজারেরও বেশি সাইক্লিস্ট আসেন এবং তাঁরা সাইকেল রেসে অংশগ্রহণ করেন। - ছবি - পিক্সঅ্যাবে
5/10
সাইক্লিং ছাড়াও মায়িরকার বিরাট বড় সমুদ্র সৈকতে বাইক রেসও পর্যটকদের অন্যতম পছন্দের। - ছবি - পিক্সঅ্যাবে
6/10
মায়িরকায় আজও কিছু গুহা পাওয়া যায়, যেগুলো পৃথিবীর সবথেকে পুরনো গুহাগুলোর মধ্যে পড়ে। - ছবি - পিক্সঅ্যাবে
7/10
মায়িরকার প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত মনোরম। বছরে তিনশো দিনের বেশি সাধারণত থাকে রোদ ঝলমলে আবহাওয়ার পরিবেশ। - ছবি - পিক্সঅ্যাবে
8/10
মায়িরকার বিখ্যাত ফুটবল ক্লাব রিয়েল মায়োরকা এই দ্বীপবাসীদেরই প্রতিনিধিত্ব করে থাকে স্প্যানিশ লা লিগায়। - ছবি - পিক্সঅ্যাবে
9/10
এই পৃথিবীতে অনেক জায়গাতেই স্বচ্ছ্ব জল পাওয়া যায়। কিন্তু মায়িরকার ক্রিস্টাল ক্লিয়ার স্বচ্ছ্ব জলের খ্যাতি জগতজোড়া। - ছবি - পিক্সঅ্যাবে
10/10
জল একেবারে স্বচ্ছ্ব, সৈকত দীগন্ত বিস্তৃত। তাই গোটা পৃথিবীর বড় সুইমস্যুট ফোটোগ্রাফির ডেস্টিনেশন হিসেবে মায়িরকাকেই ধরা হয়। - ছবি - পিক্সঅ্যাবে
Published at : 15 Oct 2021 01:20 PM (IST)