'পাঠান' ছবির শ্যুটিংয়ে যাওয়ার কথা শাহরুখ-দীপিকার, দেখে নিন কত সুন্দর স্পেনের মায়িরকা
স্পেনে গেলে পর্যটকদের কাছে সবথেকে বড় আকর্ষণ হয় মায়িরকা। আর এই মায়িরকা শব্দের অর্থ বড় দ্বীপ। - ছবি - পিক্সঅ্যাবে
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রাকৃতিকভাবে এত অপরূপ সুন্দর এই দ্বীপ, যার জন্য ইউরোপের অনেক দেশের কবি সাহিত্যিক শিল্পীরা পাকাপাকিভাবে মায়িরকায় থাকা শুরু করেন। - ছবি - পিক্সঅ্যাবে
মায়িরকার জনবসতির সত্তর শতাংশই সমুদ্র সৈকতের কাছাকাছি থাকতে পছন্দ করে। দ্বীপের কেন্দ্র মোটামুটি ফাঁকা। - ছবি - পিক্সঅ্যাবে
মায়িরকাতে প্রতিবছর দশ হাজারেরও বেশি সাইক্লিস্ট আসেন এবং তাঁরা সাইকেল রেসে অংশগ্রহণ করেন। - ছবি - পিক্সঅ্যাবে
সাইক্লিং ছাড়াও মায়িরকার বিরাট বড় সমুদ্র সৈকতে বাইক রেসও পর্যটকদের অন্যতম পছন্দের। - ছবি - পিক্সঅ্যাবে
মায়িরকায় আজও কিছু গুহা পাওয়া যায়, যেগুলো পৃথিবীর সবথেকে পুরনো গুহাগুলোর মধ্যে পড়ে। - ছবি - পিক্সঅ্যাবে
মায়িরকার প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত মনোরম। বছরে তিনশো দিনের বেশি সাধারণত থাকে রোদ ঝলমলে আবহাওয়ার পরিবেশ। - ছবি - পিক্সঅ্যাবে
মায়িরকার বিখ্যাত ফুটবল ক্লাব রিয়েল মায়োরকা এই দ্বীপবাসীদেরই প্রতিনিধিত্ব করে থাকে স্প্যানিশ লা লিগায়। - ছবি - পিক্সঅ্যাবে
এই পৃথিবীতে অনেক জায়গাতেই স্বচ্ছ্ব জল পাওয়া যায়। কিন্তু মায়িরকার ক্রিস্টাল ক্লিয়ার স্বচ্ছ্ব জলের খ্যাতি জগতজোড়া। - ছবি - পিক্সঅ্যাবে
জল একেবারে স্বচ্ছ্ব, সৈকত দীগন্ত বিস্তৃত। তাই গোটা পৃথিবীর বড় সুইমস্যুট ফোটোগ্রাফির ডেস্টিনেশন হিসেবে মায়িরকাকেই ধরা হয়। - ছবি - পিক্সঅ্যাবে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -