Roshni Bhattacharyya Pics: 'জগদম্বা' চরিত্রে শেষ শট অভিনেত্রীর, আবেগঘন পোস্ট অভিনেত্রী রোশনি ভট্টাচার্যের
শেষ হল প্রায় আড়াই বছরের সফর। 'রানি রাসমণি' ধারাবাহিক থেকে সরে যাচ্ছেন 'জগদম্বা' অভিনেত্রী রোশনি ভট্টাচার্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশেষ দিনের শ্যুটিং সেরে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করলেন অভিনেত্রী। পোস্ট করলেন একাধিক ছবি।
ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ''বদল আমাদের গড়ে তোলে, আমাদের বুদ্ধিমান করে ও বড় হতে সাহায্য করে। ২০১৯ সালে রানি রাসমণিতে যোগদান করা আমার সেই বহু সিদ্ধান্তের অন্যতম যা আমার জীবনে আমূল পরিবর্তন আনে।'
কেমন ছিল 'জগদম্বা' চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা? অভিনেত্রী লেখেন, 'আজ পর্যন্ত অভিনয় করা আমার সবচেয়ে কঠিন চরিত্রগুলির অন্যতম হচ্ছে জগদম্বা। আড়াই বছর ধরে জগদম্বা আমার কাছে একটা আবেগ হয়ে উঠেছে। আমরা, অভিনেতারা কখনও কখনও বাস্তব থেকে সূত্র নিয়ে অভিনয় করি কিন্তু এই ধারাবাহিকটি আমাকে একজন অভিনেত্রী ও মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করেছে।'
সেটে স্মৃতি রোমন্থন করলেন অভিনেত্রী। 'আজ আমি শেষ শটটা দিলাম। গোটা স্টুডিও সেটে ঘুরে এলাম, প্রত্যেক কোনায় একাধিক স্মৃতি ভেসে উঠল। 'জগ্গু'! আমাকে যাঁরা ওই নামে ডাকতেন তাঁদের, মিষ্টি চুরি করা, মেকআপ রুমের মজা এবং সকলের সঙ্গে গভীর সম্পর্ক সব মিস করব।'
ধন্যবাদ জানিয়েছেন দর্শকদেরও। 'সকলকে ধন্যবাদ আমাকে লাগাতার সাপোর্ট করার জন্য,ভালবাসার জন্য।'
ক্যাপশনেই অভিনেত্রী জানিয়েছেন যে কিছু ব্যক্তিগত কারণে 'জগদম্বা'কে বিদায় জানাচ্ছেন অভিনেত্রী। তবে তিনি একথাও জানান যে, তাঁর 'খুব শীঘ্রই সকলের সঙ্গে দেখা হবে কোনও নতুন লুকে, নতুন সেটে একেবারে নতুনভাবে।'
সম্প্রতি এনগেজমেন্ট সেরেছেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। পোস্ট করেছিলেন সেই ছবিও।
এরপর দিন দুই আগে 'রানি রাসমণি'-র সেটে তাঁকে সকলে আইবুড়োভাত খাওয়ান।
সমস্ত ছবি সৌজন্য: রোশনি ভট্টাচার্যের ইনস্টাগ্রাম প্রোফাইল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -