Bengali Actresses Photoshoot: সাবেকি লুকে রাইমা সেন থেকে অলিভিয়া,উষসীরা! কেমন লাগছে তাদের নতুন ফটোশুটে
সম্প্রতি একেবারে সাবিকে লুকে ফটোশুটে ধরা দিলেন বাংলার বেশ কিছু অভিনেত্রীরা। মি এন্ড মোয়ি এবং জিও কিং এন্ড কুইনের যৌথ উদ্য়োগে একটি ক্য়ালেন্ডার শুটে ফ্রেমবন্দী হলেন টলিপাড়ার এই সুন্দরীরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসাবিকে সাজে সাজলেন ছোটপর্দার পরিচিত অভিনেত্রী অদৃজা।
ফটোশুটে দেখা মিলল উষসী রায়েরও। শাড়ির সঙ্গে মানানসই গয়নায় নজর কাড়লেন তিনি।
অদৃজাকে দর্শক ধারাবাহিকের পাশাপাশি ওয়েব সিরিজেও অভিনয় করতে দেখেছেন।
সোশ্য়াল মিডিয়ায় উষসীর ভক্ত সংখ্য়া নেহাত কম নয়, অভিনেত্রী যাই পোস্ট করেন না কেন, তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
ফটোশুটে এদিন ধরা দিলেন অভিনেত্রী অলিভিয়া সরকারও। তার লুকও ইতিমধ্য়েই নজর কেড়েছে ভক্তদের।
শাড়ি- গয়নার সজ্জিত রাইমা সেনের সাবেকি লুক প্রশংসিত হয়েছে দর্শকমহলে।
সুতির শাড়িতে উষসীর এই লুকও নজর কেড়েছে নেটিজেনদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -