Steve Smith Birthday: লেগস্পিনার হিসাবে শুরু, পরে ব্যাট হাতে বিশ্ব-শাসন, জন্মদিনে স্মিথের অজানা কাহিনী
বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান মনে করা হয় তাঁকে। বুধবার সেই স্টিভ স্মিথের ৩২তম জন্মদিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅনেকেই জানেন না যে, স্মিথ তাঁর কেরিয়ার শুরু করেছিলেন লেগস্পিনার হিসাবে। পরে ব্যাট হাতে তিনি ক্রিকেটবিশ্বকে শাসন করেন।
টেস্টে ব্যাটিং গড়ে তিনি কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের ঠিক পরেই, দু'নম্বরে। অন্তত ২০টি টেস্ট খেলেছেন, এরকম ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি ব্যাটিং গড় ব্র্যাডম্যানের। ৯৯.৯৪ অবিশ্বাস্য গড় রেখে রান করেছেন তিনি। তাঁর পরেই স্মিথ। ৬১.৮০ গড়ে টেস্টে রান করেছেন তিনি।
১১ বছর আগে পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল স্মিথের। সেই ম্যাচে ৮ নম্বরে ব্যাট করেছিলেন স্মিথ। বল হাতে নিয়েছিলেন ২ উইকেট।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিপক্ষে ওয়ান ডে অভিষেক হয়েছিল স্মিথের। সেই ম্য়াচে তিনি ব্যাট করার সুযোগ পাননি। বল হাতে ৭৮ রানে পেয়েছিলেন ২ উইকেট।
কেন্ট ক্রিকেট লিগে খেলার জন্য ১৭ বছর বয়সে স্কুল ছেড়ে দিয়েছিলেন স্মিথ। ২০১০ সালে লর্ডসে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টেস্টে তাঁর যাত্রা শুরু হয়। সেই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ১৩ রান করেছিলেন স্মিথ। বল হাতে নিয়েছিলেন ৩ উইকেট।
২০১৩ সালে অ্যাশেজ় সিরিজ়ে টেস্টে প্রথম সেঞ্চুরি করেন স্মিথ। আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
২০১১-২০২০, এই দশকে টেস্টে সেরা ক্রিকেটার হিসাবে স্মিথকে বেছে নিয়েছে আইসিসি। টেস্টে ২৭টি সেঞ্চুরি-সহ ৭৫৪০ রান রয়েছে তাঁর। ওয়ান ডে-তে ৪৩৭৮ রান করেছেন। টি-টোয়েন্টি রয়েছে ৭৯৪ রান।
৩২তম জন্মদিনে সকাল থেকে শুভেচ্ছাবার্তায় ভাসলেন স্মিথ। শিখর ধবন থেকে শুরু করে তারকাদের অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
কেরিয়ারে বিতর্কও তাড়া করেছে স্মিথকে। বল বিকৃতি কাণ্ডে জড়িয়ে নির্বাসিত হয়েছিলেন। জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটিয়েছেন স্মিথ। তাঁকে ফের অস্ট্রেলিয়ার অধিনায়ক করার দাবি উঠেছে। ছবি @stevesmith49 ট্যুইটার হ্যান্ডল থেকে নেওয়া
- - - - - - - - - Advertisement - - - - - - - - -