In Pics: গঙ্গাবক্ষে বর্ষবরণ! নাচে-গানে-আড্ডায় নতুন বছরকে স্বাগত জানালেন একঝাঁক তারকা

গঙ্গাবক্ষে বর্ষবরণ

1/11
জি বাংলার বর্ষবরণে চাঁদের হাট। হাজির হয়েছিলেন টেলি পাড়ার একাধিক চেনা মুখ। সঙ্গে সুপারস্টার দেব, পরাণ বন্দ্যোপাধ্যায়।
2/11
নাচে, গানে, মিষ্টি মুখ করে, আড্ডায় মেতে নতুন বঙ্গ বর্ষকে বরণ করে নিলেন তারকারা।
3/11
জি বাংলা সবসময়েই দর্শকদের জন্য নতুন কিছু উপহার নিয়ে আসে। 'বর্ষবরণ ১৪২৯' তেমনই একটি উদাহরণ তৈরি করল।
4/11
গঙ্গাবক্ষে ভেসে যেতে যেতে একঝাঁক তারকাদের নিয়ে নাচে গানে বাংলা নববর্ষের উদযাপন টেলিভিশনে এই প্রথমবার।
5/11
আর অনুষ্ঠানের উপরি পাওনা সুপারস্টার দেব। প্রথমবার সঞ্চালকের ভূমিকায় দেখা গেল তাঁকে।
6/11
সঞ্চালনার দায়িত্ব সামলেও দেব নাচ, গান ও আড্ডায় জমিয়ে দিয়েছেন সম্পূর্ণ অনুষ্ঠান।
7/11
সম্প্রতি 'টনিক' ছবির মুক্তির পর দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায়ের জুটি এখন সুপারহিট। এদিনের অনুষ্ঠানেও ধরা পড়বে সেই রসায়ন।
8/11
গঙ্গাবক্ষে, ব্যাকগ্রাউন্ডে হাওড়া ব্রিজের অপূর্ব দৃশ্য। সঙ্গে দক্ষিণেশ্বরের মন্দির দর্শন। মিলবে সবই।
9/11
অনুষ্ঠানে থাকবে দর্শকদের সকলের প্রিয় মিঠাই, দাদু, পিলু, উর্মি, গৌরী। থাকবেন ইন্দ্রানী হালদার।
10/11
এছাড়া জি বাংলার বর্ষবরণ গানে আড্ডায় ভরিয়ে দিতে সঙ্গে থাকবেন ইমন চক্রবর্তী, চন্দ্রবিন্দু, ভূমি, সোমলতা, বাবুল সুপ্রিয় ও আরও অনেকে।
11/11
বর্ষবরণের এই জমকালো অনুষ্ঠান দেখা যাবে ১৭ এপ্রিল, দুপুর ৩টে থেকে।
Sponsored Links by Taboola