Paras Soumita Engagement: বঙ্গতনয়া সৌমিতার সঙ্গে এনগেজমেন্ট সারলেন ছোট-পর্দার অভিনেতা পরস
বঙ্গতনয়া সৌমিতার সঙ্গে এনগেজমেন্ট সারলেন ছোট-পর্দার অভিনেতা পরস
1/6
গতকাল একটি ছিমছাম অনুষ্ঠানে শিলিগুড়িতে অভিনেত্রী সৌমিতা দাসের সঙ্গে এনগেজমেন্ট সেরে ফেললেন ছোট-পর্দার অভিনেতা পরস মদান।
2/6
হবু বরের সঙ্গে তোলা দুটি ছবি নিজের ইনস্টাগ্রাম পেজে শেয়ার করেন সৌমিতা। সেখানে লেখা 'চিরকালের শুরু'।
3/6
পরসকে কালো বনধগলায় হ্যান্ডসাম দেখাচ্ছিল পরসকে। সেখানে সৌমিতা পরেছিলেন পিচ রঙের লেহেঙ্গা।
4/6
পরস জানান, তিনি অনুষ্ঠানে হবু স্ত্রীকে সারপ্রাইজ দিতে একটি পারফরম্যান্সও করেন।
5/6
পরস-সৌমিতার এনগেজমেন্ট মেফেয়ার টি রিসর্টে হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন দুপক্ষের পরিবার-পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা।
6/6
পরস মদানকে শেষ দেখা গিয়েছে 'বেহাদ ২' সিরিজে। তিনি ছাড়াও এখানে অভিনয় করেছেন জেনিফার উইনজেট ও শিবিন নারাঙ্গ। এর আগে, তিনি 'দিব্যদৃষ্টি', 'কবুল হ্যায়', 'লাভ বাই চান্স', 'লাড্ডু ২' সিরিজ ও সিরিয়ালে অভিনয় করেছেন। সব ছবি সৌজন্য -- ইনস্টাগ্রাম
Published at : 09 Mar 2021 10:49 PM (IST)