Paras Soumita Engagement: বঙ্গতনয়া সৌমিতার সঙ্গে এনগেজমেন্ট সারলেন ছোট-পর্দার অভিনেতা পরস
গতকাল একটি ছিমছাম অনুষ্ঠানে শিলিগুড়িতে অভিনেত্রী সৌমিতা দাসের সঙ্গে এনগেজমেন্ট সেরে ফেললেন ছোট-পর্দার অভিনেতা পরস মদান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহবু বরের সঙ্গে তোলা দুটি ছবি নিজের ইনস্টাগ্রাম পেজে শেয়ার করেন সৌমিতা। সেখানে লেখা 'চিরকালের শুরু'।
পরসকে কালো বনধগলায় হ্যান্ডসাম দেখাচ্ছিল পরসকে। সেখানে সৌমিতা পরেছিলেন পিচ রঙের লেহেঙ্গা।
পরস জানান, তিনি অনুষ্ঠানে হবু স্ত্রীকে সারপ্রাইজ দিতে একটি পারফরম্যান্সও করেন।
পরস-সৌমিতার এনগেজমেন্ট মেফেয়ার টি রিসর্টে হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন দুপক্ষের পরিবার-পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা।
পরস মদানকে শেষ দেখা গিয়েছে 'বেহাদ ২' সিরিজে। তিনি ছাড়াও এখানে অভিনয় করেছেন জেনিফার উইনজেট ও শিবিন নারাঙ্গ। এর আগে, তিনি 'দিব্যদৃষ্টি', 'কবুল হ্যায়', 'লাভ বাই চান্স', 'লাড্ডু ২' সিরিজ ও সিরিয়ালে অভিনয় করেছেন। সব ছবি সৌজন্য -- ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -