Hindi Serial Update: ১৬০০ এপিসোড পূর্তিতে নস্টালজিক 'ভাবিজি ঘর পর হ্যায়' অভিনেতারা

ভাবিজি ঘর পর হ্যায় অভিনেতারা

1/11
২০১৫ সাল থেকে দেখতে দেখতে ৬ বছর পার করে ফেলল জনপ্রিয় কমেডি ধারাবাহিক 'ভাবিজি ঘর পর হ্যায়'
2/11
১৬০০ এপিসোডের পূর্তিতে তাই সোশ্যাল মিডিয়ায় নস্টালজিক ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীরা
3/11
শুরু থেকেই এই ধারাবাহিকের জনপ্রিয়তা তুঙ্গে। যদিও বেশ কিছু সময় চরিত্রের অভিনেতাদেরও বদল হয়েছে। আর তার প্রভাবও পড়েছে ধারাবাহিকেও।
4/11
তারপরেও দর্শকদের জনপ্রিয়তা মোটেই কমেনি।
5/11
পুরনো আঙ্গুরি ভাবি শিল্পা শিন্ডের সঙ্গে ধারাবাহিকের প্রযোজকদের সমস্যা হওয়ায় নতুন আঙ্গুরি ভাবি রূপে এসেছেন শুভাঙ্গি আত্রে।
6/11
আঙ্গুরি ভাবির মতো অভিনেতা বদলেছে অনিতা ভাবি চরিত্রেও। সৌম্যা ট্যান্ডনের পরিবর্তে বর্তমানে এই চরিত্রে অভিনয় করছেন নেহা পেন্ডসে।
7/11
সিরিয়ালের অন্যতম আকর্ষণ বিভূতি নারায়ণ মিশ্রার চরিত্রে অভিনেতা আসিফ শেখের কমেডি।
8/11
ভাবিজি ঘর পর হ্যায় সিরিয়ালে বিভিন্ন রূপে দেখা গিয়েছে অভিনেতা আসিফ শেখকে।
9/11
কানপুরের মডার্ন কলোনির মনমোহন তিওয়ারির পরিবার এবং বিভূতি নারায়ণ মিশ্রার পরিবার এবং পাড়ার আরও কয়েকজনকে নিয়ে মূলত হাস্যকৌতুকের মোড়কে তৈরি এই ধারাবাহিক।
10/11
জনপ্রিয়তার কারণেই বিভিন্ন ছবি মুক্তির সময়ে বলিউড অভিনেতারাও এই ধারাবাহিকে প্রোমোশনের জন্য আসেন।
11/11
১৬০০ এপিসোড পূর্ণ হওয়ায় সোশ্যাল মিডিয়ায় নিজেদের অনুভূতি তুলে ধরেছেন ধারাবাহিকের অভিনেতারা।
Sponsored Links by Taboola