Bharti Singh Maternity Shoot: ম্যাজেন্টা গাউনে চোখ ধাঁধানো হবু মা ভারতী সিংহ

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

1/10
অনুরাগীদের চমকে দিয়েছে 'লাফটার ক্যুইন' ভারতী সিংহের নতুন ফটোশ্যুটের ছবি। মা হতে চলেছেন ভারতী। এবার প্রেগন্যান্সি ফটোশ্যুটও সেরে ফেললেন তিনি।
2/10
হিসেব অনুযায়ী, আর বেশিদিন বাকি নেই। যে কোনও দিনই সুখবর দিতে পারেন ভারতী সিংহ ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া। তারকা দম্পতির প্রথম সন্তান বলে কথা! ফলে উত্তেজনাও চরমে। মেটারনিটি শ্যুটের ছবি পোস্ট করলেন।
3/10
ম্যাজেন্টা রঙের রাফল গাউনে একেবারে পরীর মতো দেখাচ্ছিল ভারতীকে। সেই সঙ্গে প্রকট তাঁর 'বেবি বাম্প'। বিভিন্ন পোজে নজর কাড়লেন তিনি।
4/10
প্রায় ৮ মাসের অন্তঃসত্বা এখন ভারতী। একাধিক পোজে দেখা দিলেন তিনি। সঙ্গে হালকা কোঁকড়ানো খোলা চুল ও সামান্য মেক আপ।
5/10
ছবিগুলি পোস্ট করে গর্ভবতী কমেডিয়ান লেখেন, 'আসন্ন সন্তানের মা।'
6/10
এপ্রিলের প্রথম সপ্তাহে সন্তানের জন্ম দেওয়ার কথা ভারতীর। গত বছর নিজের ইউটিউব চ্যানেলে মা হওয়ার কথা প্রকাশ্যে আনেন তিনি।
7/10
গুঞ্জন শোনা যাচ্ছিল বহুদিন ধরেই। তবে কমেডি ক্যুইন নিজের মা হওয়ার খবর শোনান অভিনব কায়দায়।
8/10
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেন ভারতী। ভিডিও শুরু হতেই দেখা যায়, ভারতী সিংহ বাথরুমে রয়েছেন। ভিডিওতে কমেডিয়ানকে বলতে শোনা যাচ্ছে যে, 'গত ৬ মাস ধরে আমি প্রেগনেন্সি টেস্ট করছি এমনই ক্যামেরার সামনে। যাতে সবথেকে আনন্দের মুহূর্তটা ক্যামেরাবন্দি করতে পারি।'
9/10
ভিডিওতে ভারতী সিংহকে প্রেগনেন্সি কিটের মাধ্যমে টেস্ট করতে দেখা যায়। দেখা যায় তিনি, ক্যামেরার সামনে বসে রয়েছেন। আর পাশে রয়েছে প্রেগনেন্সি কিট। হঠাৎই তিনি প্রেগনেন্সি কিটের দিকে তাকান এবং দেখেন রিপোর্ট পজেটিভ, তিনি আনন্দে আত্মহারা হয়ে যান। এই মুহূর্তটাই ক্যামেরাবন্দি করতে চেয়েছিলেন ভারতী।
10/10
তাঁদের সুখবরে অংশ নেন অনুরাগীরাও। শুভেচ্ছায় ভরিয়ে দেন একাধিক টিনসেল তারকাও। হবু মা-বাবার জন্য রইল শুভেচ্ছা।
Sponsored Links by Taboola