Bigg Boss 15 Winner Photos: কেমন ছিল বিজয়ী তেজস্বী প্রকাশের 'বিগ বস ১৫' যাত্রা?
রবিবার, ৩০ জানুয়ারি ঘোষণা করা হয়েছে 'বিগ বস ১৫'-এর বিজয়ীর নাম। অভিনেত্রী তেজস্বী প্রকাশ জিতলেন সেরার শিরোপা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিজয়ীর নাম ঘোষণা করে সঞ্চালক সলমন খান তেজস্বীর হাত তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষ পর্বে কর্ণ কুন্দ্রা, শমিতা শেট্টি, প্রতীক সেহজপাল, নিশান্ত ভট্ট এবং রশ্মি দেশাইকে পিছনে ফেলে বিজয়ীর ট্রফি জিতলেন তেজস্বী।
বিগ বস ১৫-এর ঘরে তেজস্বী প্রকাশের যাত্রা বেশ দর্শনীয় ছিল।
তেজস্বী প্রকাশ বিগ বসের ঘরে সবসময়ই প্রায় শিরোনাম করেছেন।
তেজস্বী প্রকাশ এবং কর্ণ কুন্দ্রার প্রেমের রসায়নও দর্শকদের বেশ ভাল লেগেছে।
বিগ বসের ঘরে বারংবার বিতর্কেও জড়িয়েছেন তেজস্বী প্রকাশ। তা শমিতা শেট্টির সঙ্গে ঝগড়া তার মধ্যে অন্যতম।
বর্তমানে, সমস্ত শক্তিশালী প্রতিযোগীকে হারিয়ে বিগ বস ১৫-এর শিরোপা জিতেছেন তেজস্বী প্রকাশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -