Bigg Boss 15 Winner Photos: কেমন ছিল বিজয়ী তেজস্বী প্রকাশের 'বিগ বস ১৫' যাত্রা?
ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
1/8
রবিবার, ৩০ জানুয়ারি ঘোষণা করা হয়েছে 'বিগ বস ১৫'-এর বিজয়ীর নাম। অভিনেত্রী তেজস্বী প্রকাশ জিতলেন সেরার শিরোপা।
2/8
বিজয়ীর নাম ঘোষণা করে সঞ্চালক সলমন খান তেজস্বীর হাত তুলে ধরেন।
3/8
অনুষ্ঠানের শেষ পর্বে কর্ণ কুন্দ্রা, শমিতা শেট্টি, প্রতীক সেহজপাল, নিশান্ত ভট্ট এবং রশ্মি দেশাইকে পিছনে ফেলে বিজয়ীর ট্রফি জিতলেন তেজস্বী।
4/8
বিগ বস ১৫-এর ঘরে তেজস্বী প্রকাশের যাত্রা বেশ দর্শনীয় ছিল।
5/8
তেজস্বী প্রকাশ বিগ বসের ঘরে সবসময়ই প্রায় শিরোনাম করেছেন।
6/8
তেজস্বী প্রকাশ এবং কর্ণ কুন্দ্রার প্রেমের রসায়নও দর্শকদের বেশ ভাল লেগেছে।
7/8
বিগ বসের ঘরে বারংবার বিতর্কেও জড়িয়েছেন তেজস্বী প্রকাশ। তা শমিতা শেট্টির সঙ্গে ঝগড়া তার মধ্যে অন্যতম।
8/8
বর্তমানে, সমস্ত শক্তিশালী প্রতিযোগীকে হারিয়ে বিগ বস ১৫-এর শিরোপা জিতেছেন তেজস্বী প্রকাশ।
Published at : 31 Jan 2022 09:35 AM (IST)