Bigg Boss OTT: কর্ণ জোহরের বিগ বসে কোন ১২ জন প্রতিযোগীকে দেখা যাবে? চিনে নিন তাঁদের
জিশান খান - 'কুমকুম ভাগ্য' টেলিভিশন সিরিয়ালের জন্য অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন জিশান খান। গোয়া থেকে ছুটি কাটিয়ে ফেরার সময় তাঁক নিয়ে বিতর্ক তৈরি হয়। এখন দেখার 'কুমকুম ভাগ্য'-র পর বিগ বসের ঘরে এসে তাঁর ভাগ্য কতটা সঙ্গ দেয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅক্ষরা সিং - অক্ষরা সিংকে বলা হচ্ছে নতুন ভোজপুরি সেনশেসন। অক্ষরা সিং আলোচনায় আসেন যখন তিনি তাঁর প্রাক্তন প্রেমিক পবন সিংয়ের বিরুদ্ধে অভিযোগ করেন। পবন সিং নায়ক এবং গায়ক হিসেবে অত্যন্ত জনপ্রিয়। অক্ষরা সিং অভিযোগ করেছিলেন পবন সিং এবং তাঁর সাঙ্গোপাঙ্গোরা তাঁকে অশ্লীল এসএমএস করেছেন। অক্ষরা এই সম্পর্কে ইতি টানেন তারপরেই।
ঋধিমা পন্ডিত - বহু হামারি রজনীকান্ত সিরিয়ালের মাধ্যমে ঋধিমা পন্ডিতকে লোকে ঘরে-ঘরে চেনেন। এর আগে অন্য রিয়েলিটি শোতেও দেখা গিয়েছে তাঁকে। বিশেষ করে খতরো কে খিলাড়ি তাদের মধ্যে অন্যতম। এখন দেখার, ঋধিমা তাঁর রজনীকান্ত অভিব্যক্তি দিয়ে বিগ বসের ঘরেও ভাল পারফরম্যান্স করে দেখাতে পারেন কিনা।
প্রতীক সেহেজপাল - প্রতীক সেহেজপাল মডেল এবং অভিনেতা। তাঁকেও সম্প্রতি বেশ কিছু রিয়েলিটি শোতে দেখা গিয়েছে। যেমন 'লাভ স্কুল থ্রি' এবং 'এস অফ স্পেস'-এ। পবিত্র পুনিয়ার সঙ্গে তাঁর সম্পর্কের বিচ্ছেদের পরেও খবরে এসেছিলেন প্রতীক সেহেজপাল। পবিত্র পুনিয়াকেও দেখা যাবে এবারের বিগ বসে। তাই বিগ বসের ঘরে এবার পুরনো সম্পর্কের নতুন টানাপোড়েন দেখার সুযোগ মিলতে পারে দর্শকদের।
উরফি জাভেদ - উরফি জাভেদ টেলিভিশনে অত্যন্ত পরিচিত নাম এবং মুখ। তাঁকে একাধিক জনপ্রিয় শোয়ে কাজ করতে দেখা গিয়েছে। যেমন 'মেরি দুর্গা', 'বড়ে ভাইয়া কি দুলহানিয়া', 'বেপনহা', 'ইয়ে রিস্তা কেয়া ক্যাহেলাতা হ্যায়' আর অবশ্যই 'কসৌটি জিন্দেগি কা'। তাঁকে 'পাঞ্চ বিট ২'-তেও সম্প্রতি দেখা গিয়েছে।
মানসি বশিষ্ঠ - মানসি অভিনেত্রী হিসেবে নজর কাড়া শুরু করেছেন। 'ইশক মে মরজায়া ২'-তে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। তিনি অভিনয় জীবনকে গুরুত্ব দেওয়ার জন্য কর্পোরেট সেক্টরের চাকরি ছেড়ে এসেছেন।
করণ নাথ - তাঁকে আর কার মনে নেই। 'ইয়ে দিল আশিকানা' দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। যদিও ছবির গান যতটা জনপ্রিয় হয়েছিল, করণ নাথ ততটা নন। দেখা যাক, বিগ বসের দর্শকরা তাঁকে কতটা পছন্দ করেন।
পবিত্র লক্ষ্মী - দক্ষিণ ভারতের অভিনেত্রী এবং নৃত্যশিল্পী। গত বছর তাঁর একটি বিতর্কিত ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এরপর বিগ বসের মতো রিয়েলিটি শোয়ের মঞ্চে পবিত্র লক্ষ্মী। দেখার তিনি কেমন পারফর্ম করেন
অনুশা দান্ডেকর - অনুশা দান্ডেকর জনপ্রিয় তাঁর নানারকম কাজের জন্য। অনুশা একাধারে যেমন ভিডিও জকি তেমনই মডেল, সঞ্চালক এবং গায়িকা হিসেবেও নজর কেড়েছেন। সম্প্রতি অনুশা খবরে এসেছিলেন তাঁর প্রেমিকের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ায়। অভিনেতা করণ কুন্দ্রার সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙে যাওয়ার পর তিনি আসছেন বিগ বসের ঘরে। তাঁর অনুরাগীদের আশা, অনুশা তাঁর ব্রেক আপের উপরেও আলোকপাত করবেন এই শোয়ে এসে।
নেহা মালিক - নেহা মালিক একাধারে যেমন মডেল এবং অভিনেত্রী। তেমনই তিনি একজন ফ্যাশন ব্লগারও বটে। তাঁকে একাধিক জনপ্রিয় পাঞ্জাবী মিউজিক ভিডিওতে পারফর্ম করতে দেখা গিয়েছে। দেখা যাক বিগ বসের দর্শকরা তাঁকে কতটা পছন্দ করেন।
নেহা ভাসিন - নেহা ভাসিনকেই এবারের বিগ বসে প্রথম প্রতিযোগী হিসেবে প্রোমোতে দেখা গিয়েছে। নেহা ভাসিন হালের বলিউডের অন্যতম জনপ্রিয় গায়িকা। একাধিক হিট গান তাঁরই গাওয়া। সম্প্রতি তাঁর হিট গানগুলো হল, 'চাসনি', 'জগ ঘুমেয়া', 'ধুনকি' এবং 'কুচ খাস হ্যায়'। নেহার অনুরাগীরা এবারের 'বিগ বস'-এ তাঁর পারফরম্যান্স দেখার জন্য উদগ্রীব।
দিব্যা আগরওয়াল - মডেল, অভিনেত্রী এবং রিয়েলিটি শো তারকা দিব্যাকে অনেকেই বেশ পছন্দ করেন। তিনিও থাকছেন এবারের বিগ বস-এ। দিব্যা আগরওয়াল কিন্তু 'এস অফ স্পেস' রিয়েলিটি শোয়ের প্রথম সিজনের চ্যাম্পিয়নও বটে। এবার দেখার বিগ বসেও তিনি চ্যাম্পিয়ন হতে পারেন কিনা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -