Birthday of Sidharth Malhotra: জন্মদিনে ফিরে দেখা 'শেরশাহ' সিদ্ধার্থের জনপ্রিয় ছবিগুলি
আজ সিদ্ধার্থ মলহোত্রর জন্মদিন। জানতেন কি, অভিনয়ে আসার আগে 'মাই নেম ইজ খান' ছবিতে সহ-পরিচালনার কাজ করেছেন এই অভিনেতা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্টুডেন্ট অফ দ্য ইয়ার: বড়পর্দায় পা রাখা এই ছবির হাত ধরে। ২০১২ সালে মুক্তি পায় এই ছবিটি।
হসি তো ফসি: পরিণীতি চোপড়ার বিপরীতে একটু অন্যধারার প্রেমের সিনেমায় অভিনয় করেন সিদ্ধার্থ। ২০১৪ সালে মুক্তি পায়।
এক ভিলেন: ২০১৪ সালেই মুক্তি পায় শ্রদ্ধা কপূরের বিপরীতে এক ভিলেন ছবিটি। ছবিতে রিতেশ দেশমুখকে খলনায়কের চরিত্রে দেখা যায়।
ব্রাদার্স: ২০১৫ সালে অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন সিদ্ধার্থ মলহোত্র। আমেরিকান ছবি 'ওয়ারিয়র'-এর রিমেক ছিল এটি।
কপূর অ্যান্ড সনস: আলিয়া ভট্ট, ফাওয়াদ খানের সঙ্গে অভিনয় করেন এই ছবিতে। শকুন বাত্রার পরিচালনায় এই ছবি বেশ প্রশংসিত হয়।
বার বার দেখো: ক্যাটরিনা কাইফের বিপরীতে অভিনয় করেন এই ২০১৬ সালে মুক্তি প্রাপ্ত ছবিতে।
এ জেন্টলম্যান: ২০১৭ সালের এই ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যায় তাঁকে। বিপরীতে ছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। ছবিতে একটি গানে কণ্ঠও দিয়েছিলেন অভিনেতা।
আইয়ারি: ২০১৮ সালের এই ছবিটি থ্রিলার ঘরানার ছিল। নীরজ পাণ্ডের ছবিতে তাঁর সঙ্গে রকুলপ্রীত, নাসিরুদ্দিন শাহ, মনোজ বাজপেয়ীর মতো অভিনেতারা ছিলেন।
শেরশাহ: সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি। ২০২১ সালে মুক্তি পায়। ছবিতে ক্যাপ্টেন বিক্রম বাত্রার চরিত্রে দেখা যায় তাঁকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -