Cricket Update: আন্তর্জাতিক টি-২০ ম্যাচে অভিষেকের আগেই আইপিএল-এ খেলেছেন এই বিদেশি ক্রিকেটাররা
শুধু ভারতই না, আরও কয়েকটি দেশের এমন কয়েকজন ক্রিকেটার আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলার আগেই আইপিএল-এ খেলে নজর কেড়েছেন। পরে তাঁরা নিজেদের দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। কয়েকজন তো তাঁদের জাতীয় দলের অধিনায়কও হয়েছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগত কয়েক বছরে আন্তর্জাতিক ক্রিকেটে অ্যারন ফিঞ্চ একটি উল্লেখযোগ্য নাম। ২০১০-এর আইপিএল-এ রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন ফিঞ্চ। এরপর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তাঁর অভিষেক হয় ২০১১ সালের জানুয়ারিতে।
অস্ট্রেলিয়ার অপর এক প্রথমসারির ব্যাটসম্যান শন মার্শ ২০০৮ সালে প্রথমবার আইপিএল-এ খেলেন। তিনিই আইপিএল-এর ইতিহাসে প্রথম ‘অরেঞ্জ ক্যাপ’ পান। সেবারের আইপিএল-এর পরেই আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে তাঁর অভিষেক হয়।
২০১২ সালের ৪ এপ্রিল চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম আইপিএল ম্যাচ খেলেন ফাফ দু প্লেসি। এর পাঁচ মাস পরে তিনি দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম টি-২০ ম্যাচ খেলেন।
অস্ট্রেলিয়ার জর্জ বেইলি ২০০৯ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম আইপিএল খেলেন। ২০১২ সালের ফেব্রয়ারিতে ভারতের বিরুদ্ধেই আন্তর্জাতিক টি-২০ ম্যাচে তাঁর অভিষেক হয়।
অস্ট্রেলিয়ার ম্যাথু ওয়েড প্রথমবার আইপিএল খেলেন ২০১১ সালে দিল্লির হয়ে। এরপর ২০১১ সালেরই অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমবার আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেন তিনি।
২০১২ সালে দিল্লির হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল-এ অভিষেক হয় গ্লেন ম্যাক্সওয়েলের। এরপর ২০১২ সালেরই ৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক টি-২০ ম্যাচে অভিষেক হয় তাঁর।
ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের অধিনায়ক জেসন হোল্ডার প্রথমবার আইপিএল খেলেন ২০১৩ সালে রাজস্থান রয়্যালসের হয়ে। এরপর ২০১৪ সালের ১৫ জানুয়ারি তিনি প্রথমবার আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেন।
২০০৯ সালের আইপিএল-এ দিল্লির হয়ে প্রথমবার খেলেন নেদারল্যান্ডসের ডার্ক ন্যানেস। এরপর টি-২০ বিশ্বকাপে তিনি দেশের হয়ে প্রথমবার খেলার সুযোগ পান। তিনি অস্ট্রেলিয়ার হয়েও খেলেছেন।
২০১০ সালে প্রথমবার আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেন অস্ট্রেলিয়ার রায়ান হ্যারিস। তবে তার আগেই আইপিএল-এ ডেকান চার্জার্সের হয়ে খেলেন তিনি।
২০১০-এর আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন শ্রীলঙ্কার থিসারা পেরেরা। সে বছরই আন্তর্জাতিক টি-২০ ম্যাচে তাঁর অভিষেক হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -