Kriti Shanon: কতদূর লেখাপড়া করেছেন বলিউড ডিভা কৃতী শ্যানন?
গত বেশ কয়েক বছরে বলিউডে পায়ের তলার মাটি বেশ শক্ত করে ফেলেছেন অভিনেত্রী কৃতী শ্যানন। ইতিমধ্যেই তাঁকে বেশ কিছু বিগ বাজেট ছবিতে দেখাও গিয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিছুদিন আগেই মুক্তি পেয়েছিল কৃতী শ্যাননের ছবি 'মিমি'। এই ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয় শুধুমাত্র অনুরাগীদের কাছেই নয়। সমালোকদের কাছ থেকেও প্রশংসা আদায় করে নেন অভিনেত্রী।
কিন্তু যদি বলিউডে কেরিয়ার তৈরি করতে ব্যর্থ হতেন অভিনেত্রী কৃতী শ্যানন, তাহলে কী করতেন? সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাঁর পরিকল্পনার কথাও জানান।
এক সাক্ষাৎকারে কৃতী শ্যানন জানান যে, তিনি পড়াশোনাতে খুব একটা খারাপ ছিলেন না। বলা ভালো, পড়শোনাতে বেশ ভালোই ছিলেন অভিনেত্রী।
পড়াশোনায় ভালো হওয়ার কারণে প্রথম বেঞ্চে বসতেই পছন্দ করতেন। কিন্তু তাঁর উচ্চতা বেশি হওয়ার কারণে তাঁকে পিছনের দিকে বসতে হত।
বলিউডে অভিনয় কেরিয়ার শুরু করার আগে কৃতী শ্যাননের মা-বাবা জানিয়ে দিয়েছিলেন যে, সমস্ত কিছুর আগে ইঞ্জনিয়ারিংয়ের পড়া শেষ করতে হবে তাঁকে। বাবা মায়ের কথা মতো তাই তিনি ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি নিয়ে তবেই অভিনয় জীবন শুরু করেন।
কৃতী বলেন, 'মা-বাবা আমাকে জানিয়ে দিয়েছিলেন যে, তোমার স্বপ্নের লক্ষেই এগোও। কিন্তু তোমাকে জিম্যাট পরীক্ষা দিতেই হবে।'
তাঁরা বলেছিলেন, 'এই জিম্যাট পরীক্ষার স্কোর পাঁচ বছরের জন্য বৈধ থাকে। তাই তোমার কাছেও পাঁচ বছর রয়েছে বলিউড কেরিয়ার তৈরির চেষ্টা করার জন্য। যদি সেখানে সফল হতে না পারো, তাহলে অবশ্যই ফিরে এসো।'
কৃতী জানাচ্ছেন, বলিউডে যদি তিনি কেরিয়ার তৈরি করতে ব্যর্থ হলেন, তাহলে তাঁর কাছে জিম্যাট ডিগ্রী ছিল। সেই ডিগ্রী দিয়ে তিনি অন্য কেরিয়ার তৈরি করতেন।
কৃতী শ্যাননের হাতে এই মুহূর্তে রয়েছে একাধিক ছবি। খুব শীঘ্রই তাঁকে 'আদিপুরুষ', 'বচ্চন পাণ্ডে', 'ভেড়িয়া', 'গনপত'-র মতো ছবিতে দেখা যেতে চলেছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -