Antim Movie Screening: মুম্বইয়ে 'অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ' ছবির স্ক্রিনিংয়ে হাজির বলি তারকারা
মুক্তি পেল সলমন খান অভিনীত অ্যাকশন ছবি 'অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ।'
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃহস্পতিবার মুম্বইয়ের এক মাল্টিপ্লেক্সে হয়ে গেল ছবির স্ক্রিনিং।
এই ছবিতে সলমন খানের সঙ্গে দেখা যাবে তাঁর ভগ্নিপতী আয়ুষ শর্মাকেও। স্ক্রিনিংয়ে বসেছিল চাঁদের হাট।
ছবির স্ক্রিনিংয়ে হাজির ছিলেন সস্ত্রীক আয়ুষ শর্মা।
স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন জেনেলিয়া ডি'সুজা। পোজ দিলেন ছবির কলাকুশলীদের সঙ্গে।
এসেছিলেন বলিউডের জনপ্রিয় পরিচালক ও প্রযোজক একতা কপূর।
চাঁদের হাটে উপস্থিত ছিলেন অভিনেতা ববি দেওল।
বান্ধবীর সঙ্গে হাজির হয়েছিলেন অভিনেতা ও প্রযোজক আরবাজ খানও।
সলমন খানকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল, 'রাধে - ইওর মোস্ট ওয়ান্টেড ভাই' ছবিতে। কিন্তু প্রত্যাশা অনুযায়ী ছবির ব্যবসা তেমন হয়নি বলে জানা যায়।
এই ছবিতে অ্যাকশন স্টার হিসেবেই দেখা যাবে সলমন খানকে। তার ঝলক আগেই দেখিয়েছেন অভিনেতা।
পরিচালক মহেশ মঞ্জরেকরের এই ছবি ২০১৮তে মুক্তি পাওয়া মরাঠি ছবি 'মুলসি প্যাটার্ন' থেকে অনুপ্রাণিত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -