In Pics:বলিউডের এই তারকাদের সঙ্গে কখনও না কখনও ঝামেলায় জড়িয়েছেন সলমন

Bollywood celebrities who had ugly fights with salman khan

1/10
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সলমন খান। অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন বলিউডের দাবাং অভিনেতা। অভিনয় ছাড়াও মাঝেমধ্য়েই সেলেবদের সঙ্গে ঝুটঝামেলার কারণে সংবাদের শিরোনামে চলে আসেন সলমন। অরিজিৎ সিংহ থেকে শুরু করে শাহিত কপূর, রণবীর কপূর বা সঞ্জয় লীলা বনশালী, অনেকের সঙ্গেই ঝামেলায় জড়িয়েছেন সলমন।
2/10
শাহরুখ খানের সঙ্গে সলমনের ঐশ্বর্য রাইয়ের একটি পার্টিতে ঝগড়া হয়েছিল। ঐশ্বর্যর জন্মদিনের পার্টিতে এই ঝগড়ার কারণে বেশ কয়েক বছর দুজনের কথাবার্তা ছিল না।
3/10
এ আর রহমান তো সলমনের বিরুদ্ধে মামলাও দায়ের করেছিলেন। জয় হো সিনেমার টাইটেল সং নিয়ে এই মামলা হয়েছিল। সলমন বলেছিলেন, তাঁর গান মাথার ওপর দিয়ে বেরিয়ে গিয়েছে।
4/10
জানা যায় যে, সলমনের সঙ্গে রণবীর কপূরের কথাবার্তা হয় না। কারণ, রণবীর তাঁর প্রাক্তন ক্যাটরিনার সঙ্গে ডেট করেছিলেন।
5/10
সঞ্জয় লীলা বনশালি ও সলমনের সঙ্গে একটি সিনেমা নিয়ে বিবাদ বেঁধেছিল। তারপর থেকে তাঁদের সম্পর্ক স্বাভাবিক হয়নি।
6/10
অরিজিৎ সিংহ একটি অনুষ্ঠানে মজার ছলে কিছু বলেছিলেন। আর এতেই ক্ষুব্ধ হয়েছিলেন সলমন। এমনকি, তাঁর সিনেমা থেকে অরিজিতের গানও সরিয়ে দেওয়া হয়েছিল।
7/10
ঐশ্বর্যর সঙ্গে সলমনের ঝামেলার ব্যাপারে সবাই জানেন। ঐশ্বর্য খোলাখুলিভাবেই বলেছিলেন যে, সলমন মদ খেয়ে তাঁকে গালাগালি করতেন।
8/10
শাহিদ একটি ইভেন্টে সলমনকে কিছু স্টেপস শিখিয়েছিলেন এবং মজাও করেছিলেন। এতেই অসন্তুষ্ট হয়েছিলেন সলমন। যদিও পরে শাহিদ ক্ষমা চেয়ে নিয়েছিলেন।
9/10
হিমেশ ও সলমনের ঝগড়া নিয়ে খুব বেশি লোক জানেন না। শোনা যায়, তাঁদের মধ্যে সম্পর্ক শুধরে গিয়েছে।
10/10
ঐশ্বর্য রাইয়ের ব্যাপার নিয়ে বিবেক ওবেরয়ের সঙ্গে সলমনের ঝগড়া হয়। তারপর থেকেই তাঁরা একে অপরের সঙ্গে কাজ করা বন্ধ করে দিয়েছিলেন।
Sponsored Links by Taboola