Celebrities taking Vaccine: সলমন থেকে শুরু করে ধর্মেন্দ্র, হেমা, সেফ, বলিউডে করোনা টিকা নিলেন কারা?
সেফ আলি খান থেকে শুরু করে হেমা মালিনী, অনুপম খের, সলমন খান, কোভিড টিকা নিলেন কোন কোন বলিউড তারকা? দেখে নিন এর নজরে
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবেশ কিছুদিন আগেই করোনা টিকাকেন্দ্রের বাইরে ভাইরাল হয় সেফ আলি খানের এই ছবি। মুখে লাল রুমাল ও নীল টি-শার্টে দেখা গিয়েছিল সেফকে। জানা যায়, করোনা টিকা নিতেই হাজির হয়েছিলেন তিনি।
ঋত্বিক রোশনের বাবা রাকেশ রোশনও টিকা নিয়েছেন। সেই খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই জানান তিনি।
করোনা টিকা নিয়েছেন সঞ্জয় দত্ত। নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন সেই ছবি।
ইতিমধ্যেই কোভিডের প্রথম টিকা নিয়েছেন অভিনেতা ধর্মেন্দ্র।
অভিনেতা ও রাজনৈতিক নেতা পরেশ রাওয়ালও প্রথম কোভিড টিকা নিয়েছেন।
image 7
ভ্যাকসিন সেন্টারে এসে টিকা নিলেন হেমা মালিনী। শেয়ার করেছেন সেই ছবিও।
করোনা টিকা নিয়েছেন অনুপম খেরও।
গতকালই কোভিড সেন্টারে পৌঁছেছিলেন সলমন খান। তাঁর মা ও বাবা ইতিমধ্যেই টিকা নিয়েছেন। অভিনেতা নিজেও ভ্যাকসিন নিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -