Bollywood Celebrities: ছুঁৎমার্গ নেই তারকাদের, সারোগেসিতেই সন্তানলাভ শাহরুখ-আমিরদের
পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান মায়ের কোল। কিন্তু সময়ের সঙ্গে বদলাচ্ছে এই মায়ের কোলের সংজ্ঞা। কিছু সাহসী নাগরিকের সঙ্গে এই বদলের ভার নিজেদের কাঁধে তুলে নিয়েছেন মায়ানগরীর তারকারা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাই কয়েক দশক আগেও সারোগেসি নিয়ে ছবি তৈরি করার আগে যেখানে দু’বার ভাবতে হতো, বর্তমানে ব্যক্তিগত জীবনেই সারোগেসিকে আপন করে নিচ্ছেন তারকারা। শাহরুখ খান থেকে প্রিয়ঙ্কা চোপড়া, এই তালিকায় রয়েছেন তাবড় তারকা অভিনেতা-পরিচালক, সন্তানধারণে যাঁরা সারোগেসি বা আইভিএফ পদ্ধতিকে বেছে নিয়েছেন।
প্রথম পক্ষের স্ত্রী রিনার সঙ্গে দুই সন্তান আমির খানের। দ্বিতীয় বার যখন কিরণ রাওয়ের সংসার পাতেন আমির, তখন বাবা হতে সারোগেসির রাস্তা ধরেন। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে তাঁদের কোলে আসে আজাদ রাও খান। কিরণের দু’-দু’বার গর্ভপাতের পর সারোগেসির মাধ্যমে সন্তানধারণের সিদ্ধান্ত নেন প্রাক্তন দম্পতি। সেই নিয়ে কোনও রাখঢাকও করেননি তাঁরা।
এক ছেলে নির্বাণকে নিয়ে দিব্যি সংসার চলছিল। কিন্তু বিয়ের ১০ বছর পর দ্বিতীয় বার সন্তানধারনের সিদ্ধান্ত নেন পরিচালক তথা অভিনেতা সোহেল খান এবং তাঁর স্ত্রী সীমা খান। কিন্তু স্বাভাবিক ভাবে সন্তানধারণ সম্ভব হয়নি সীমার পক্ষে। তাই আইভিএফ সারোগেসির পথ ধরেন দম্পতি। ২০১১ সালে জন্ম নেয় তাঁদের দ্বিতীয় সম্তান ইয়োহান।
অভাবের মধ্যে বড় হয়েছেন। তাই সন্তানের ভবিষ্যৎ নিয়ে কোনও ঝুঁকি নিতে চাননি পরিচালক-কোরিয়োগ্রাফার ফারহা খান। তাই ৪৩-এ পৌঁছে মা হওয়ার সিদ্ধান্ত নেন তিন। কিন্তু বয়সজনিত কারণে শরীরে নানা সমস্যা দেখা দেয় তাঁর। সারোগেসি নয়, তবে আইভিএফ-এর মাধ্যমে ২০০৮ সালে সন্তানধারণ করেন তিনি। বর্তমানে তিন ছেলেমেয়েকে নিয়ে সুখের সংসার ফারহা এবং তাঁর স্বামী শিরীষ কুন্দরের।
প্রথম সন্তান দত্তক নেওয়া। সারোগেসির মাধ্যমে পরের দুই সন্তান। সানি লিওনি এবং তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবারও সন্তানধারণের ক্ষেত্রে অন্য রাস্তাই ধরেন। ২০১৮ সালে জন্ম নেয় তাঁদের যমজ সন্তান।
বয়স চল্লিশ পেরোলেও আজও বিয়ে করেননি তুষার কপূর। কিন্তু সারোগেসির মাধ্যমে বাবা হয়েছেন। ২০১৬ সালে জন্ম নেয় তাঁর ছেলে লক্ষ্য কপূর। বিয়ে কবে করবেন, তা আজও খোলসা করেননি তুষার। তবে একাকী বাবা হিসেবে ছেলেকে নিয়ে ব্যস্ত তিনি।
ভাইয়ের মতোই ২০১৯ সালে সারোগেসির মাধ্যমে মা হন তুষার কপূরের দিদি একতা কপূর। ছেলে রবিকে ঘিরেই এখন জীবন চলছে একতার। পাশাপাশি তুষারের ছেলে লক্ষ্যও তাঁর জীবনে খুবই গুরুত্বপূর্ণ। বিয়ের কোনও পরিকল্পনা আপাতত নেই একতার।
২০১৬ সালে আমেরিকা নিবাসী জিন গুডএনাফের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন প্রীতি জিন্টা। প্রীতি মা হয়েছেন ২০২১-এ। সারোগেসির মাধ্যমে যমজ সন্তান, এক ছেলে, এক মেয়ে হয়েছে তাঁদের।
বলিউড, হলিউড, দুই জায়গাতেই কাজ করেছেন লিজা রায়। কেরিয়ারে যেমন গতানুগতিক পথে চলেননি তিনি। তেমনই ব্যক্তিগত জীবনেও সকলের চেয়ে আলাদা তিনি। স্বামী জেসন ডেহনির সঙ্গে সারোগেসির মাধ্যমে ২০১৮ সালে দুই সন্তান ধারণ করেন লিজা।
অভিনেত্রী শিল্পা শেট্টি এবং তাঁর স্বামী রাজকুন্দ্রার দুই সন্তান। তবে দ্বিতীয় সন্তান, মেয়ে শমিশার জন্ম সারোগেসির মাধ্যমে। ২০২০ সালে জন্ম শমিশার।
দুই ছেলেমেয়ে তখন বেশ বড়। নিজেদের জগতে ব্যস্ত। সেই সময় চল্লিশ পার শাহরুখ খান এবং তাঁর স্ত্রী গৌরী খান একাকিত্বে ভুগতে শুরু করেন। তাই ফের সন্তানধারনের সিদ্ধান্ত নেন তাঁরা। ২০১৩ সালে সারোগেসির মাধ্যমে তাঁদের ছেলে আব্রামের জন্ম। কাছের বন্ধু সোহেল এবং সীমার পরামর্শেই তাঁরা এমন সিদ্ধান্ত নেন বলে জানা যায়।
তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন শোনা যায় বলিউডে। তাই বাবা হতে চলেছেন, সেই খবর সকলের অগোচরেই রেখেছিলেন পরিচালক-প্রযোজক কর্ণ জোহর। ২০১৭ সালে সারোগেসির মাধ্যমে মেয়ে রুহি এবং ছেলে যশের বাবা হন কর্ণ।
অভিনেতা শ্রেয়স তলপাড়ে এবং তাঁর স্ত্রী দীপ্তি তলপাড়েও সারোগেসির মাধ্যমেই সন্তানধারণ করেন। ২০১৮ সালে জন্ম নেয় তাঁদের মেয়ে। বিয়ের ১৪ বছর পর সারোগেসির মাধ্যমে সন্তান আসে তাঁদের ঘরে।
এই তালিকায় নয়া সংযোজন প্রিয়ঙ্কা চোপড়া এবং তাঁর স্বামী নিক জোনাস। চল্লিশ ছুঁইছুঁই প্রিয়ঙ্কা এবং তাঁর স্বামীর মধ্যে ১০ বছরের বয়সের ব্যবধান নিয়ে কম চর্চা হয়নি। কবে সন্তান নেবেন, বয়স পেরিয়ে যাচ্ছে, এমন কথাও শুনতে হয়েছে প্রিয়ঙ্কাকে। সঠিক সময়েই সব হবে বলে বরাবর জানিয়ে এসেছেন অভিনেত্রী। শুক্রবার সারোগেসির মাধ্যমে সন্তানধারণের কথা জানিয়েছেন প্রিয়ঙ্কা এবং নিক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -