International Tea Day: চা-প্রেমে যায় চেনা...

In Pics: bollywood celebrities wishes on International Tea Day

1/6
আন্তর্জাতিক চা দিবস। সোশ্যাল মিডিয়ায় নিজেদের চা-প্রীতির জানান দিলেন অনেকেই। সেই তালিকা থেকে বাদ গেলেন না বলিউডের সেলেবরাও।
2/6
চা খাওয়াটা যথেষ্ট সিরিয়াসলি নিই আমি। আপনি চা-ভক্ত না কফির? চায়ের মগ নিয়ে ছবি পোস্ট করে লেখেন মাধুরী দীক্ষিত।
3/6
তুমি ছেড়ে গেলেও চা ছাড়তে পারব না। সরবজিৎ ছবির একটি দৃশ্য পোস্ট করে মজার ছলে চা-প্রীতির খোঁজ দিয়েছেন রণদীপ হুডা।
4/6
অভিনেত্রী দিয়ানা পেন্টি বিভিন্ন জায়গায় ঘোরার মোশন ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে সব জায়গাতেই তাঁর হাতে হাজির চায়ের কাপ। দিয়ানা লিখেছেন, 'শুধু ভালো চা প্রয়োজন জীবনে।'
5/6
অভিনেতা শরদ কেলকর চা খাওয়ার ছবি পোস্ট করে লেখেন, 'এক কাপ চা। ব্যস যথেষ্ট।'
6/6
অভিনেত্রী টিসকা চোপড়া বেশিরভাগ ভারতীয়র পছন্দের দুধ চায়ে চুমুক দেওয়ার ছবি পোস্ট করে লিখেছেন, খোলা আকাশ, স্ক্রিপ্ট আর চা। এর থেকে বেশি কী চাওয়ার আছে। (ছবি সৌজন্য-অভিনেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট)
Sponsored Links by Taboola