International Tea Day: চা-প্রেমে যায় চেনা...
আন্তর্জাতিক চা দিবস। সোশ্যাল মিডিয়ায় নিজেদের চা-প্রীতির জানান দিলেন অনেকেই। সেই তালিকা থেকে বাদ গেলেন না বলিউডের সেলেবরাও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচা খাওয়াটা যথেষ্ট সিরিয়াসলি নিই আমি। আপনি চা-ভক্ত না কফির? চায়ের মগ নিয়ে ছবি পোস্ট করে লেখেন মাধুরী দীক্ষিত।
তুমি ছেড়ে গেলেও চা ছাড়তে পারব না। সরবজিৎ ছবির একটি দৃশ্য পোস্ট করে মজার ছলে চা-প্রীতির খোঁজ দিয়েছেন রণদীপ হুডা।
অভিনেত্রী দিয়ানা পেন্টি বিভিন্ন জায়গায় ঘোরার মোশন ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে সব জায়গাতেই তাঁর হাতে হাজির চায়ের কাপ। দিয়ানা লিখেছেন, 'শুধু ভালো চা প্রয়োজন জীবনে।'
অভিনেতা শরদ কেলকর চা খাওয়ার ছবি পোস্ট করে লেখেন, 'এক কাপ চা। ব্যস যথেষ্ট।'
অভিনেত্রী টিসকা চোপড়া বেশিরভাগ ভারতীয়র পছন্দের দুধ চায়ে চুমুক দেওয়ার ছবি পোস্ট করে লিখেছেন, খোলা আকাশ, স্ক্রিপ্ট আর চা। এর থেকে বেশি কী চাওয়ার আছে। (ছবি সৌজন্য-অভিনেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -