Father's Day 2021: বাস্তব জীবনের হিরো, পিতৃ দিবসে বাবাকে শুভেচ্ছা বলিউড তারকাদের
আজ পিতৃদিবস। বছরভর বাবা তাঁর সন্তানকে ভালবাসা, স্নেহ দিয়ে আগলে রাখেন। আজ তাঁকে সম্মান জানানোর দিন। আর এই বিশেষ দিনে বাবার সঙ্গে ছবি শেয়ার করলেন বলিউড অভিনেতা অভিনেত্রী। এদিন ছবি শেয়ার করে অভিনেত্রী জাহ্নবী কপূর লেখেন, “আমার চেনা সেরা পুরুষ। আমি ভাগ্যবতী যে আমি তোমার মেয়ে। হ্যাপি ফাদার্স ডে।’’
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাবা রনধীর কপূর এবং স্বামী সেফ আলি খানকে একসঙ্গে পিতৃ দিবসের শুভেচ্ছা জানালেন করিনা। দুজনকেই সুপার হিরো বলে সম্বোধন করলেন তিনি।
বাবাকে শ্রদ্ধা জানিয়েছেন আয়ুষ্মান খুরানাও। তিনি লেখেন, আমরা তাঁর কাছ থেকে পেয়েছি শৃঙ্খলা সংগীত, কবিতা, চলচ্চিত্র এবং শিল্পের প্রতি ভালবাসা। তিনি আইন নিয়ে লেখাপড়া করেছিলেন তবে জ্যোতিষশাস্ত্রে সবসময় আগ্রহী ছিলেন। আমার ফ্রেন্ড, ফিলোজফার, গাইড।
বাবা কমল হাসানকে শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী শ্রুতি হাসান লিখলেন, “যাঁর কাছ থেকে আপনি সব কিছু শিখেছেন এবং যিনি আপনাকে সব সময় খুশি রাখেন, তিনি যদি একই ব্যক্তি হন, তবে আপনি আশীর্বাদ ধন্য। হ্যাপি ফাদার্স ডে।’’
এদিন বাবার সঙ্গে ছবি শেয়ার করে মাধুরী দিক্ষিত লেখেন, “প্রত্যেক বাবাকে পিতৃ দিবসের শুভেচ্ছা। প্রতি দিনের মধ্যে আজকের দিনও আমি তোমাকে মিস করছি। ’’
ছবি শেয়ার করে অভিনেত্রী ইয়ামি গৌতম লিখলেন, হ্যাপি ফাদার্স ডে পাপা। খুব ভালবাসি।
বাবা এবং স্বামী বিরাট কোহলির সঙ্গে পিতৃ দিবসে ছবি শেয়ার করলেন অনুষ্কা শর্মা। আদর্শ পুরুষের উদাহরণ দুজন। যারা আমাকে পেয়েছেন।
অনুষ্কা আরও লিখেছেন, প্রচুর ভালবাসায় ভরা। একজন কন্যা সন্তানের কাছে পাওয়া সেরা বাবা।
এদিন বাবার সঙ্গে ছবি শেয়ার করে অভিনেত্রী রিয়া চক্রবর্তী লিখেছেন, তুমি আমার স্থিতিস্থাপক, তুমি আমার অনুপ্রেরণা। দুঃখের সময়গুলি খুব কঠিন ছিল। আমি তোমার মেয়ে হিসাবে গর্বিত।
তিনি নিজেও সন্তানদের বাবা। আর তাই বাবাকে শ্রদ্ধা জানিয়ে অক্ষয় কুমার লিখলেন, আমার বাবা আমাকে ভালবাসার সাগরে রেখেছিলেন। আমি সব সময় অন্তত সেই ভালবাসার এক ফোঁটাও যেন আমার সন্তানদের দিতে পারি।
বাবা অনিল কপূরের সঙ্গে ছোটবেলার ছবির কোলাজ করে পোস্ট করেছেন সোনম কপূর। লিখলেন, বাস্তব জীবনে আমার বাবা একজন হিরোর থেকে কম নয়। সব ছবি সৌজন্যে- ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -