Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Boman Irani Birthday: 'মুন্নাভাই এমবিবিএস' হোক কিংবা 'থ্রি ইডিয়টস', বহুমুখী প্রতিভায় বোমান ইরানি
আজ জন্মদিন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা বোমান ইরানির। যিনি নিজে হয়তো নায়কের ভূমিকায় ছবিতে অবতীর্ন হন না। কিন্তু তাঁর অত্যন্ত দক্ষ অভিনয় যেন কোথাও নায়কের চরিত্রকে আরও উজ্জ্বল করে তুলতে সাহায্য করে। অভিনেতা সম্পর্কে এমনটাই মত বলিউডের অন্যান্য তারকাদের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবোমান ইরানির কেরিয়ারের দিকে তাকালে দেখা যাবে সেটি দীর্ঘ কুড়ি বছরের। কিন্তু এই কুড়ি বছরেই তিনি এমন কিছু চরিত্রে অভিনয় করে ফেলেছেন, যা হয়তো শুধুমাত্র তাঁর পক্ষেই করা সম্ভব।
বলিউড অভিনেতা বোমান ইরানির অভিনীত ছবির কথা বলতে গেলে 'মুন্নাভাই এমবিবিএস'-র কথা সবার আগে উঠে আসে। ড. আস্থানার চরিত্রে তিনি তাঁর অভিনয় দক্ষতা ফুটিয়ে তুলেছেন নানাভাবে। ছবিতে তাঁর 'লাফটার থেরাপি' হয়তো এখনও অনুসরণ করেন অনুরাগীরা।
'ম্যায় হুঁ না' ছবিতে স্বল্প সময়ের হলেও কৌতুক চরিত্রে তিনি এককথায় অনবদ্য। যতক্ষণ তিনি স্ক্রিনে থাকেন, দর্শকদের মাতিয়ে রাখেন নিজস্ব কায়দায়।
'ডন' হোক কিংবা 'ডন টু', উভয় ছবিতেই যেন বোমান ইরানিকে ছাড়া ওই চরিত্র সম্ভব নয় বলে মনে হয় অনুরাগীদের।
বোমান ইরানি তাঁর কেরিয়ারে মাইলস্টোন তৈরি করে রেখেছেন 'থ্রি ইডিয়টস' ছবিতে অভিনয় করে। ছবিতে তাঁর অভিনীত চরিত্র 'বীরুসাহাস্ত্রবুদ্ধে'কে কেউ ভাইরাস বলে ডেকেছে কেউ ডেকেছে ডিন নামে। কিন্তু এই ছবিতে 'বেস্ট সাপোর্টিং অ্যাক্টর'-র জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন বোমান ইরানি।
বলিউডের আর এক কিংবদন্তি অভিনেতা অনুপম খেরের সঙ্গে তাঁর পর্দার বাইরের বন্ধুত্ব অনুরাগীদের অজানা নয়। অভিনেতার সোস্যাল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলে সেখানেই তাঁদের সম্পর্কের গভীরতা টের পাওয়া যায়। 'খোসলা কা ঘোসলা' ছবিতে কমেডির মোড়কে অন্য মাত্রা দিয়েছেন বোমান।
'মুন্নাভাই এমবিবিএস'-র মতো 'লাগে রহো মুন্নাভাই'তেও বহুমুখী প্রতিভার পরিচয় দিয়েছেন বোমান ইরানি।
ধনী উকিলের চরিত্রে 'জলি এল.এল.বি' ছবিতে বোমান ইরানির অভিনয় কীকরে ভুলতে পারেন দর্শক। আদালতে আরশাদ ওয়ার্সির সঙ্গে তাঁর কথপোকথন আজও অনুরাগীদের মনোরঞ্জন দেয়।
কমেডি হোক কিংবা সিরিয়াস চরিত্র। কিংবা খল চরিত্র। বোমান ইরানির মতো বহুমুখী প্রতিভাময় অভিনয় খুব কমই পেয়েছে বলিউড।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -