Celebrities marriage on Covid19: করোনা-কাঁটায় স্থগিত হয়ে গিয়েছে এই টেলি তারকাদের বিয়ে
Celebrities marriage on Covid19
1/7
দেশে করোনাভাইরাসের দাপট চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন রাজ্যে লকডাউন ও অন্যান্য বিধিনিষেধ জারি হয়েছে। কয়েকটি রাজ্যে তো বিয়ের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। এ কারণে কয়েকজন টেলিভিশন তারকা বিয়ের তারিখ পিছিয়ে দিয়েছেন।
2/7
টেলি অভিনেত্রী সায়ন্তনী ঘোষ তাঁর বয়ফ্রেন্ড অনুগ্রহ তিওয়ারির সঙ্গে বিয়ের জন্য প্রস্তুতি সেরেছিলেন। কিন্তু করোনাজনিত পরিস্থিতির কারণে বিয়ের দিন পিছিয়ে দিতে হয়েছিল।
3/7
সসুরাল সিমার কা খ্যাত বৈশালী ঠক্কর ও তাঁর ভাবী স্বামী অভিনন্দন সিংহ হুন্দলের এপ্রিলে রোকা অনুষ্ঠান হয়েছে। জুনে তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু করোনাজনিত পরিস্থিতির কারনে তাঁদের পুরো পরিকল্পনা বদল করতে হয়েছে।
4/7
বিগ বস খ্যাত রাহুল বৈদ্য ও দিশা পারমারও তাঁকের প্রেমের সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছেন। যদিও করোনাজনিত পরিস্থিতির কারণে তাংদের বিয়ের তারিখ পিছিয়ে গিয়েছে।
5/7
উতরণ খ্যাত অভিনেত্রী শ্রীজিতা দে ও তাঁর বয়ফ্রেন্ড মাইকেল প্রায় দুই বছরের বেশি সময় একে অপরের সঙ্গে ডেট করছেন। তাঁরা তাঁদের বিয়ে ২০২১ পর্যন্ত স্থগিত করে দিয়েছিলেন।
6/7
টেলি অভিনেত্রী টিনা ফিলিপ ও নিখিল শর্মা তাঁদের বিয়ের পরিকল্পনা করে নিয়েছিলেন। কিন্তু করোনাজনিত পরিস্থিতির কারণে সমস্ত পরিকল্পনা বদল করেছেন।
7/7
অভিনেতা বিপুল রায় অগাস্ট ২০২০ তে আমেরিকায় বাসিন্দা বাগদত্তা মেলিস এতিসিকে বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু গত বছর করোনা পরিস্থিতির জন্য বিয়ের পরিকল্পনা বাতিল করেছিলেন।
Published at : 17 May 2021 05:38 PM (IST)