Celebrities marriage on Covid19: করোনা-কাঁটায় স্থগিত হয়ে গিয়েছে এই টেলি তারকাদের বিয়ে
দেশে করোনাভাইরাসের দাপট চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন রাজ্যে লকডাউন ও অন্যান্য বিধিনিষেধ জারি হয়েছে। কয়েকটি রাজ্যে তো বিয়ের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। এ কারণে কয়েকজন টেলিভিশন তারকা বিয়ের তারিখ পিছিয়ে দিয়েছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটেলি অভিনেত্রী সায়ন্তনী ঘোষ তাঁর বয়ফ্রেন্ড অনুগ্রহ তিওয়ারির সঙ্গে বিয়ের জন্য প্রস্তুতি সেরেছিলেন। কিন্তু করোনাজনিত পরিস্থিতির কারণে বিয়ের দিন পিছিয়ে দিতে হয়েছিল।
সসুরাল সিমার কা খ্যাত বৈশালী ঠক্কর ও তাঁর ভাবী স্বামী অভিনন্দন সিংহ হুন্দলের এপ্রিলে রোকা অনুষ্ঠান হয়েছে। জুনে তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু করোনাজনিত পরিস্থিতির কারনে তাঁদের পুরো পরিকল্পনা বদল করতে হয়েছে।
বিগ বস খ্যাত রাহুল বৈদ্য ও দিশা পারমারও তাঁকের প্রেমের সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছেন। যদিও করোনাজনিত পরিস্থিতির কারণে তাংদের বিয়ের তারিখ পিছিয়ে গিয়েছে।
উতরণ খ্যাত অভিনেত্রী শ্রীজিতা দে ও তাঁর বয়ফ্রেন্ড মাইকেল প্রায় দুই বছরের বেশি সময় একে অপরের সঙ্গে ডেট করছেন। তাঁরা তাঁদের বিয়ে ২০২১ পর্যন্ত স্থগিত করে দিয়েছিলেন।
টেলি অভিনেত্রী টিনা ফিলিপ ও নিখিল শর্মা তাঁদের বিয়ের পরিকল্পনা করে নিয়েছিলেন। কিন্তু করোনাজনিত পরিস্থিতির কারণে সমস্ত পরিকল্পনা বদল করেছেন।
অভিনেতা বিপুল রায় অগাস্ট ২০২০ তে আমেরিকায় বাসিন্দা বাগদত্তা মেলিস এতিসিকে বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু গত বছর করোনা পরিস্থিতির জন্য বিয়ের পরিকল্পনা বাতিল করেছিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -