Celebrities after Covid19: মুম্বইয়ে উঠে গেছে লকডাউন, কাজে ফিরলেন অমিতাভ বচ্চন, অজয় দেবগন
লকডাউন উঠে যাওয়ার পরেই শ্যুটিংয়ে বলিউড তারকারা
1/7
মুম্বইয়ে লকডাউন উঠে যাওয়ার পরেই কাজে ফিরেছেন বলিউড তারকারা। অমিতাভ বচ্চন, অজয় দেবগনের মতো তারকাদের শ্যুটিংয়ে দেখা গেল।
2/7
বাড়ি থেকে বেরিয়ে শ্যুটিংয়ে গেলেন অমিতাভ।
3/7
মেক-আপ করে স্ক্রিপ্ট হাতে ভ্যানিটি ভ্যান থেকে বেরিয়ে সেটে যেতে দেখা গেল অমিতাভকে।
4/7
দীর্ঘদিন পরে শ্যুটিংয়ে অমিতাভ। করোনা পরিস্থিতিতে তাঁর স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগে ছিলেন অনুরাগীরা। তবে আপাতত উদ্বেগের কোনও কারণ নেই।
5/7
অমিতাভ, অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে তাঁরা সবাই এখন সুস্থ।
6/7
অমিতাভ ছাড়াও কাজে ফিরেছেন অজয় দেবগন।
7/7
জুহুতে একটি সাউন্ড স্টুডিওতে ডাবিংয়ের জন্য গিয়েছিলেন অজয়। সব ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
Published at : 23 Jun 2021 06:41 PM (IST)