Raima Sen Pics: লাল রঙের সাবেকি পোশাকে মোহময়ী সুচিত্রা নাতনি রাইমা
রাইমা সেন
1/10
তিনি যে মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি, তা তাঁর ফ্যাশন স্টেটমেন্ট দেখলেই বোঝা যায়।
2/10
ওয়েস্টার্ন আউটফিট হোক কিংবা সাবেকি পোশাক, সবেতেই রাইমা সেননি নিজেকে ফিট মনে করেন।
3/10
আর নেট নাগরিকরাও যে তাঁর ছবির অপেক্ষায় থাকেন, তা বলাই বাহুল্য।
4/10
তাই তো রাইমা সেনের পোস্ট করা ছবিতে কমেন্ট আর লাইকে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
5/10
বাংলা ছবি থেকে হিন্দি ছবি, সবেতেই দাপিয়ে অভিনয় করেন।
6/10
ছবির পাশাপাশি ওয়েব সিরিজেও চুটিয়ে অভিনয় করছেন রাইমা সেন।
7/10
গডমাদার ছবি দিয়ে অভিনয় জীবন শুরু করেন মুনমুন সেন কন্যা রাইমা।
8/10
এরপর একের পর এক ছবি উপহার দিয়ে যাচ্ছেন দর্শকদের।
9/10
কখনও চোখের বালির আশালতা তো কখনও অন্তরমহলের রুক্মিনী হয়ে উঠেছেন পর্দায়।
10/10
নিশিযাপন ছবির জন্য বিএফজেএ-র মোস্ট প্রমিসিং অ্যাকট্রেসের পরস্কারও পান রাইমা।
Published at : 23 Sep 2021 10:28 PM (IST)