First Look: প্রকাশ্যে 'সার্কাসের ঘোড়া' ছবির প্রথম লুক
এবার একটা গোটা সার্কাসের (Circus) গল্প উঠে আসবে বাংলা সিনেমায়। ছবির নাম 'সার্কাসের ঘোড়া'। প্রকাশ্যে ছবির চরিত্রদের প্রথম লুক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appফের একবার পর্দায় জুটি বাঁধতে চলেছেন পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandyopadhyay) ও লিলি চক্রবর্তী (Lily Chakraborty)। রাজেশ দত্ত এবং ঈপ্সিতা রায়ের পরিচালনায় মুক্তি পেতে চলেছে 'সার্কাসের ঘোড়া'।
প্রকাশ্যে এল চরিত্রদের প্রথম লুক। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ইন্দ্রাণী হালদার,সাহেব চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, গৌরব চট্টোপাধ্যায়, দীপঙ্কর দে, দেবাশীষ ঘোষ, সুমিত সমাদ্দার, দেবপ্রসাদ হালদার, অনন্যা সেনগুপ্ত সহ অন্যান্যরা।
ছবির গল্প প্রাক্তন সেনা অফিসার মানিকবাবু আর তাঁর স্ত্রীকে ঘিরে। তাঁরা কলকাতায় থাকেন। পরাণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীয়ের ভূমিকায় অভিনয় করেছেন লিলি চক্রবর্তী।
মানিকবাবুর এক পুত্র সন্তান রয়েছে। ছবিতে মানিকবাবুর চরিত্রে অভিনয় করছেন পরাণ বন্দ্যোপাধ্যায়।
শীতকালে সার্কাস আমরা কম বেশী অনেকেই দেখেছি কিন্তু গরমকালে সার্কাস দেখার সুযোগ করে দেবে এই ছবি। গরমকালেই সিনেমা হলে মুক্তি পেতে চলেছে 'সার্কাসের ঘোড়া'।
ছবিটি যেহেতু মূলত সার্কাস নিয়ে তাই ২০১৯ সালের শীতে একটি প্রথম সারির সার্কাস সংস্থার সঙ্গে চার দিনের চুক্তি করেছিলেন পরিচালক জুটি। চার দিন ধরে শ্যুট চলেছে সেই তাঁবুতে।
রোজকার কর্মব্যস্ত জীবনে আমাদের কাছের প্রিয় মানুষরা দূরে চলে যায়। সামনাসামনি সাক্ষাতের বদলে সম্পর্কগুলো যেন টিকে থাকে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করে। গল্পের কেন্দ্রীয় চরিত্র মানিকবাবু আর তাঁর ছেলের সম্পর্কও কিছুটা এমনই।
বাড়ি থেকে বহু দূরে থাকা ছেলে আর বৃদ্ধ মানিকবাবুকে জুড়ে রেখেছে সোশ্যাল মিডিয়ার সুতো। ছেলের পরিবার, সঙ্গী সবকিছুতেই মানিকবাবুর কেবলই শূন্যতা। আর সেই শূন্যতা পূরণেই মানিকবাবুর জীবনে আসে এক নতুন চরিত্র। তাতাই।
মানিকবাবুর নাতির জায়গা তাতাই কি পূরণ করতে পারবে? নাকি গল্পের শেষে রক্তের সম্পর্কই মানিকবাবুর জীবনে প্রাধান্য পাবে? উত্তর মিলবে 'সার্কাসের ঘোড়া' গল্পের ভাঁজে ভাঁজে। থ্রিলার, গোয়েন্দা নয়, নিখাদ সম্পর্ক, পরিবার ও মানসিক টানাপোড়েনের গল্প বলবে এই ছবি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -