Dara Singh Death Anniversary:কেরিয়ারে একশোর বেশি সিনেমা, রামায়ণে হনুমানের চরিত্রে অভিনয় খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল দারা সিংহকে
কুস্তিগীর তথা বলিউড অভিনেতা দারা সিংহর আজ মৃত্যুবার্ষিকী। ২০১২-র ১২ জুলাই ৮৪ বছর বয়সে প্রয়াত হয়েছিলেন তিনি। ১৯৫২-তে সিনেমায় কেরিয়ার শুরু করেছিলেন তিনি। বেশ কয়েকটি হিন্দি ও পঞ্জাবি সিনেমায় কাজ করার পাশাপাশি প্রযোজনাও করেছেন। তিনি বিভিন্ন টেলিভিশন শো-তেও কাজ করেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকুস্তিগীর তথা বলিউড অভিনেতা দারা সিংহর আজ মৃত্যুবার্ষিকী। ২০১২-র ১২ জুলাই ৮৪ বছর বয়সে প্রয়াত হয়েছিলেন তিনি। ১৯৫২-তে সিনেমায় কেরিয়ার শুরু করেছিলেন তিনি। বেশ কয়েকটি হিন্দি ও পঞ্জাবি সিনেমায় কাজ করার পাশাপাশি প্রযোজনাও করেছেন। তিনি বিভিন্ন টেলিভিশন শো-তেও কাজ করেছেন।
তাঁর কেরিয়ারে দারা সিংহ একশো-র বেশি সিনেমায় কাজ করেছেন। তাঁর প্রথম সিনেমা সঙ্গদিল। এই সিনেমা ১৯৫২-তে মুক্তি পেয়েছিল। মুমতাজের সঙ্গে দারা সিংহর জুটি দর্শকদের মধ্যে জনপ্রিয় হয়েছিল। তাঁর সঙ্গে দারা সিংহ বেশ কিছু জনপ্রিয় ছবিতে কাজ করেছেন।
দারা সিংহ আদতে ছিলেন কুস্তিগীর। কুস্তিতে তাঁর নামে একটি রেকর্ডও রয়েছে। বলা হয়, যতগুলি কুস্তিতে তিনি লড়েছেন, সবগুলিতেই জিতেছেন। কোনও লড়াইয়েই হারেননি তিনি।
দারা সিংহ ৫০০-র বেশি কুস্তিতে লড়াই করেছেন। তিনি অনায়াসেই ২০০ কেজি পর্যন্ত ওজনের কুস্তিগীরদের মাৎ করতে পারতেন।
অটল বিহারী বাজপেয়ী সরকার দারা সিংহকে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত করেছিল। ২০০৩ থেকে ২০০৯ পর্যন্ত তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন।
দারা সিংহর জনপ্রিয়তা তুঙ্গে ওঠে রামানন্দ সাগরের রামায়ণ সিরিয়ালের মাধ্যমে। এই সিরিয়ালে তিনি হনুমানের চরিত্রে অভিনয় করেছিলেন।
২০১২-র ৭ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। তাঁরে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পাঁচদিনের লড়াইযের পর সকাল সাড়ে সাতটায় প্রয়াত হয়েছিলেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -