Shilpa Shetty Photoshoot :‘হাঙ্গামা ২’ সিনেমার প্রমোশনে গ্ল্যামারাস শিল্পা শেট্টি
বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন। সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। আর ছবিগুলিতে বরাবরের মতোই তাঁকে গ্ল্যামারাস ও নজরকাড়া দেখিয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআর সৌন্দর্যের ক্ষেত্রে তো তিনি এখনও নতুন প্রজন্মের অভিনেত্রীদের সঙ্গেও পাল্লা দিতে পারেন। তাঁর এই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
বলিউড অভিনেত্রী লাল টপ ও বাদামি রঙের স্কার্ট পরেছেন, যা স্প্রিং-সামার ওয়ার্ডরোবের লুক দিয়ে থাকে।
হাঙ্গামা ২ সিনেমার প্রমোশনের জন্য এই আউটফিট বেছে নিয়েছেন তিনি। ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘ছাঁচ ভেঙে বেরিয়ে আসুন।আপনি যেমন, তেমনি থাকুন, লজ্জা পাওয়ার কিছু নেই’।
অন্য একটি ছবি শেয়ার করে শিল্পা লিখেছেন, ‘নিজের দুটি হাত ওপরে তুলে এমনভাবে দোলান যেন কাউকে পরোয়া করেন না’।
শিল্পা ব্ল্যাক শিমারি আউটফিটেও ছবি শেয়ার করেছেন। আর বলাই বাহুল্য এই পোশাকেও যথারীতি গ্ল্যামারাস দেখিয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন পর হাঙ্গামা ২ সিনেমার মাধ্যমে বড়পর্দায় কামব্যাক করছেন শিল্পা। এই সিনেমা ২৩ জুলাই মুক্তি পাচ্ছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -