Friends- The Reunion: ১৭ বছর পর ফের একসঙ্গে ৬ ‘ফ্রেন্ডস’, আপ্লুত দর্শকরা
‘ফ্রেন্ডস: দ্য রিইউনিয়ন’ পর্বে ১৭ বছর পরে রস গেলার, র্যাচেল গ্রিন, মনিকা গেলার, চ্যান্দলার বিঙ্গ, ফিওবি বাফে ও জোয়ে ত্রিবিয়ানিকে একসঙ্গে দেখা গেল
1/10
১৭ বছর পর ফের একসঙ্গে বিশেষ একটি পর্বে দেখা গেল জনপ্রিয় মার্কিন সিটকম ‘ফ্রেন্ডস’-এর ৬ তারকাকে। এই ৬ তারকাকে ফের একসঙ্গে দেখে দর্শকরা উচ্ছ্বসিত। অনেকে নস্ট্যালজিকও হয়ে পড়েছেন। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/@_schwim_
2/10
এই বিশেষ পর্বে দেখা যায় জেনিফার অ্যানিস্টন, কোর্টনি কক্স, লিজা কাডরো, ডেভিড স্কিমার, ম্যাথু পেরি ও ম্যাট লেব্লাঁ-কে। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/@_schwim_
3/10
১৯৯৪ থেকে ২০০৪ পর্যন্ত প্রচারিত হয় এই সিটকম। সারা বিশ্বের দর্শকদের মন জয় করে ‘ফ্রেন্ডস’। প্রিয় তারকাদের ফের একসঙ্গে দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/@_schwim_
4/10
‘ফ্রেন্ডস: দ্য রিইউনিয়ন’ পর্বে ১৭ বছর পরে রস গেলার, র্যা চেল গ্রিন, মনিকা গেলার, চ্যান্দলার বিঙ্গ, ফিওবি বাফে ও জোয়ে ত্রিবিয়ানিকে একসঙ্গে দেখা গেল। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/@_schwim_
5/10
এই বিশেষ পর্বে ডেভিড বেকহ্যাম, জাস্টিন বিবার, বিটিএস, জেমস কর্ডেন, সিন্ডি ক্রফোর্ড, কারা ডেলিভিননি, লেডি গাগা, ইলিয়ট গোল্ড, কিট হ্যারিংটন, ল্যারি হ্যানকিন, মাইন্ডি ক্যালিং, টমাস লেনন, ক্রিস্টিনা পিকলস, টম সেলেক, জেমস মাইকেল টাইলার, ম্যাগি হুইলার, রিসি উইদারস্পুন ও মালালা ইউসুফজাইকে দেখা যায়। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/@_schwim_
6/10
‘ফ্রেন্ডস’-এ রস গেলারের ভূমিকায় দেখা গিয়েছিল ডেভিড স্কিমারকে। তিনি বিশেষ পর্বের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/@_schwim_
7/10
দীর্ঘদিন পর একসঙ্গে দেখা গেল ডেভিড ও জেনিফার অ্যানিস্টনকে। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/@_schwim_
8/10
২০০৪-এ ‘ফ্রেন্ডস’-এর শেষ পর্বের শ্যুটিং শুরু হওয়ার আগের একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ডেভিড। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/@_schwim_
9/10
‘ফ্রেন্ডস: দ্য রিইউনিয়ন’ সারা বিশ্বের দর্শকদের আনন্দ দিয়েছে। প্রিয় তারকাদের ফের একসঙ্গে দেখে অনেকেই আপ্লুত। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/@_schwim_
10/10
ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে ‘ফ্রেন্ডস: দ্য রিইউনিয়ন’। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/@_schwim_
Published at : 08 Jun 2021 09:08 PM (IST)