Deepika Padukone: ফের শাড়িতে তাক লাগালেন দীপিকা
শাড়ি পরতে ভালবাসেন বলিউডের বর্তমান সময়ের প্রথমসারির অভিনেত্রীদের অন্যতম দীপিকা পাড়ুকোন। তিনি ফের শাড়িতে তাক লাগালেন। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসব্যসাচীর ডিজাইনে তৈরি কালো শাড়িতে অপরূপা বলিউডের এই অভিনেত্রী। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
শাড়ির সঙ্গে উপযুক্ত কানের দুল এবং হিল দীপিকার সাজকে সম্পূর্ণতা দিয়েছে। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
আলোকচিত্রীদের ডাকে সাড়া দিয়ে হাসিমুখে ছবিও তোলেন দীপিকা। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
বিয়ের মরসুমে দীপিকার পরনে থাকা এই শাড়ি উপযুক্ত। এই শাড়ির সঙ্গে হীরের গয়না। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
দীপিকা অভিনীত ছবি ‘৮৩’-এর ট্রেলার মুক্তি পেয়েছে। এই ছবিতে কপিল দেবের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
২৪ ডিসেম্বর মুক্তি পাবে ‘৮৩’। ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় দীপিকা। তাঁর নতুন ফটোশ্যুটও প্রচুর ‘লাইক’ পাচ্ছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -