Deepika Padukone: 'এইট্টি থ্রি' মুক্তির আগে এক বিশেষ জায়গায় চললেন দীপিকা
আগামীকাল অ্রথাৎ ২৪ ডিসেম্বর মুক্তি পাবে 'এইট্টি থ্রি'। বহু প্রতীক্ষিত এই ছবির মুক্তির আগে এক বিশেষ জায়গায় যেতে দেখা গেল দীপিকা পাড়ুকোনকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবহু প্রতীক্ষিত ছবি 'এইট্টি থ্রি' নিয়ে প্রত্যাশা অনেক। তাই তার আগে সিদ্ধিবিনায়ক মন্দিরে যেতে দেখা গেল 'পিকু' অভিনেত্রীকে।
ছবির সাফল্য কামনা করে ঈশ্বরের আশির্বাদ নেওয়ার জন্য সিদ্ধিবিনায়ক মন্দিরে গেলেন দীপিকা। আর মন্দিরে যাওয়ার পথেই পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন অভিনেত্রী।
লাল রঙের ভারতীয় পোশাকে দ্যুতি ছড়াচ্ছিলেন দীপিকা পাড়ুকোন। সঙ্গে পাওয়া গেল তাঁর বহুমূল্যের গালে টোল ফেলা হাসি।
'এইট্টি থ্রি' ছবিতে রণবীর সিংহের বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। এই ছবিতে তিনি অভিনয় করছেন কপিল দেবের স্ত্রী রোমি ভাটিয়ার চরিত্রে।
'এইট্টি থ্রি' ছবিতে শুধু অভিনয়ই করছেন না দীপিকা পাড়ুকোন। আরও এক গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অভিনেত্রী।
এই ছবির অন্যান্য প্রযোজকদের মতো দীপিকা পাড়ুকোনও প্রযোজনা করছেন। ফলে এই ছবির সাফল্য তাঁর কাছে আরও বেশি গুরুত্বপূর্ণও বটে।
'এইট্টি থ্রি' ছবির স্পেশাল স্ক্রিনিংয়েও নজর কেড়েছেন দীপিকা পাড়ুকোন। স্পেশাল স্ক্রিনিংয়ে তাঁর সঙ্গে তাঁর বাবা-মা ও বোনকেও দেখা যায়।
'এইট্টি থ্রি' ছবি মুক্তি পাওয়ার আগেই অনুরাগী এবং সমালোচকদের কাছ থেকে প্রশংসা পেতে শুরু করেছেন অভিনেত্রী। এবার বক্স অফিসে কতটা সাফল্য পায় এই ছবি, তা সময় বলবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -